সুন্দরগঞ্জ পিআইও’র বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

সুন্দরগঞ্জ প্রতিনিধি : সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কর্তৃক ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান ব্যতিত সদস্যদের মাঝে সরাসরি সরকারি ত্রাণের কম্বল বিতরণ, টিআর কাবিখা প্রকল্প দাখিলসহ কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি’র ১৮ শ্রমিকের কাজ স্থগিতের অভিযোগ উঠেছে।
অভিযোগে প্রকাশ, পিআইও নুরুন্নবী সরকার ২০১৫-১৬ অর্থ বছরের অসহায় দরিদ্র শীতার্তদের জন্য বরাদ্দকৃত শীতবস্ত্র (কম্বল) বিভাজন মোতাবেক না দিয়ে সদস্যদের মাঝে বিতরণ করেন। যা নিয়ম বহির্ভূত ও ইউপির শান্তি শৃঙ্খলা ভঙ্গের সামিল। তিনি গত ১৭ ডিসেম্বর/১৫ কতিপয় ইউপিসদস্য ও সচিবকে তার অফিসে ডেকে নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ষড়যন্ত্রমূলক কুপরামর্শ দিলে সদস্যরা সেই মোতাবেক কাজ করেন। এছাড়া ২০১৫-১৬ অর্থ বছরের টিআর, কাবিখার প্রথম পর্যায়ের বরাদ্দ চেয়াম্যানকে না জানিয়ে সদস্যদের কাছ থেকে প্রকল্প নিয়ে জেলা পর্যায় প্রেরণ করেন। যা সরকারি বিধান পরিপন্থি। শুধু তাই নয় ১৫-১৬ অর্থ বছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির শ্রমিক এই প্রথম লটারীর মাধ্যমে নিয়োগ করা হয়। সচ্ছতার ভিত্তিতে শ্রমিক নিয়োগের লটারী একটি উৎকৃষ্ট পন্থা। ধোপাডাঙ্গা ইউনিয়নে ৩৩০ জন শ্রমিকের মধ্যে ৩২০ কে লটারীতে নিয়োগ দেয়া হয়। বাকী ১০ জন শ্রমিক সরদার উপজেলা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক প্রতি ওয়ার্ড থেকে নিয়োগ করা হয়। লটারীতে শ্রমিক নিয়োগের ফলে টাকার বিনিময়ে শ্রমিক নিয়োগ দিতে না পেরে ইউপি সদস্যরা ক্ষুদ্ধ হয়ে উঠেন। পিআইও তাদেরকে লেলিয়ে দিয়ে চেয়ারম্যানকে বিপদে ফেলার চেষ্টা করেন। এছাড়া চেয়ারম্যানকে উৎকন্ঠায় ফেলতে গত ১৯ ডিসেম্বর/১৫ কর্মসৃজন প্রকল্পের কাজ পরিদর্শকালে বিধি বহির্ভূতভাবে ৯ জন শ্রমিক সরদারসহ ১৮ জনকে কাজ করতে নিষেধ করেন। দীর্ঘ এক মাস কাজ করার পর অসহায় শ্রমিকের কাজ স্থগিত করা পিআইওর ক্ষমতার চরম অপব্যবহার। এছাড়া ধোপাডাঙ্গা ইউনিয়নে সাধারণ জনগণ বিভিন্ন সময় ইউপি সদস্যদের বিরুদ্ধে টিআর কাবিখা, সোলার প্যানেল স্থাপন ও ননওয়েজ প্রকল্পের অর্থ আতœসাতের অভিযোগ দাখিল করলেও তিনি কোন ব্যবস্থা গ্রহন করেনি। পিআইও’র এই অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এটিএম মাহবুব আলম শাহীন জেলা প্রশাসক ও জেলা ত্রাণ পূণর্বাসনকর্মকর্তার বরাবরে অভিযোগ দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *