বাগাতিপাড়ায় পাওনাটাকা চাইতেগিয়ে ও ছিনতাইকারির হাতে আহত -৩
বাগাতিপাড়া (নাটোর)প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় পাওনাটাকা চাইতেগিয়ে ও ছিনতাইকারির হাতে দুই কাঁচামাল ব্যবসায়ী সহ তিনজন আহত হয়েছে। আহতরা হলেন উপজেলার টেটনপাড়া গ্রামের মৃত নূরমোহম্মদের ছেলে যসমোত (৫৫) এবং দুই ব্যবসায়ি স্যানালপাড়া গ্রামের রাজ্জাকের ছেলে একরামুল (২৫) ও একই গ্রমের আব্বাসের ছেলে আবু বক্কর (৩০)। স্থানীয় সুএে জানা যায় গত বুধবার সন্ধা পর উপজেলার টেটনপাড়া গ্রামের যসমোত পাওনাটাকা চাইতে গিয়ে একই গ্রামের মৃত আসের মন্ডলের ছেলে নাদের তার নিজ বাড়িতে পাওনাদারকে মারধর করে আহত করে । সে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্যে চিকিৎসাধিন আছে। এঘটোনায় মডেল থানায় একটি অভিযোগ হয়েছে। অপরদিকে কাঁচামাল ব্যবসায়ীরা নাটোরের হালসা থেকে লেবু ক্রয় করে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার মালঞ্চি রেলষ্টেশনের যাওয়ার পথে সোনাপুরের কদমতলি নামক স্থানে মোটরসাইকেলযোগে এসে, ছিনতাইকারীরা লেবু বহনকারী ভুটভুটির গতি রোধ করে দুই ব্যবসায়কে এলোপাতাড়ি মরধোর করে এবং সঙ্গে থাকা ৪০হাজার টাকা ছিনিয়ে নেয়। নিকটস্থ সোনাপুর বাজারে চিকিৎসা নিতে যাওয়া দুই ব্যবসায়ী স্থানীয়দের বিষয়টি জানালে স্থানীয় দয়ারামপুর ইউনিয়নের ডুমরই ঢাকাপাড়া গ্রামের আক্কাস অলীর ছেলে সবুজ (২৫) এবং একই গ্রমের মোজাফফ্ফরের ছেলে জাহীদুল (২৭) হঠাৎ ব্যাবসাি দের উপর আক্রমন করলে ওই দুজনকে চিনতেপারে এবং স্পষ্ট হয় তারাই ছিনতাইকারি । স্থানিয়রা বিষয়টি আপোশের আস্বাষ দেন। আহত ব্যাবসায়ি স্থানিয় স্বাস্থ্য কমপ্লেক্যে চিকিৎসাধিন আছে। এবিষয়ে বাগাতিপাড়া মডেল থানায় একটি অভিযোগ হয়েছে।