হুইপ শওকত চৌধুরীর নাম ভাঙ্গিয়ে সৈয়দপুরে কোটি টাকা মূল্যের রেলের জায়গায় মার্কেট নির্মাণ

Photo
মোঃ মোতালেব হোসেন, (নীলফামারী): রেল প্রশাসন গত ১৮ মার্চ ও ১৯ মার্চ ২০১৫ইং সৈয়দপুরে ২ দিন ব্যাপী উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন বিভাগীয় ষ্ট্যাট অফিসার মোস্তাক আহমেদের নেতৃত্বে। নীলফামারী জেলা ম্যাজিষ্টেট নুরে আলম, সৈয়দপুর রেলওয়ে কারখানার ডিএস নুর আহমেদ, এসপি সার্কেল সাজেদুর রহমান, জিআরপির ওসি সাজু আহমেদ, জিআরপির এসপি আহসান হাবীব, রেলওয়ে পুলিশ আনছার নিরাপত্তা ছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার পুলিশ প্রশাসন। তারা ২ দিনে সৈয়দপুর রেলওয়ে ষ্টেশনের সামনে এবং পিছনের জায়গায় অবৈধ দোকান-ঘর উচ্ছেদ করে পি,ডাবলু কে বুঝিয়ে দেন এবং সৈয়দপুর শহরের ক্যান্টনমেন্ট রোডস্থ ১১০ নং বাংলোর সামনে এবং ডানে অবৈধ দোকানপাট উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন আই,ডাবলুকে জায়গা বুঝিয়ে দেন। পি,ডাবলু সাহেব তার উচ্ছেদকৃত জায়গাগুলি পুরাতন রেল লাইন দিয়ে দৃষ্টিনন্দন পূর্বক ঘিরে রেখেছেন। কিন্তু ১১০ নং বাংলোর সামনের বাসা বাড়ীর জায়গা আই,ডাবলু সাহেব কে বুঝিয়ে দেন বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহমেদ। ইদানিং দেখা যাচ্ছে ১১০নং বাংলোর সামনের জায়গায় অবৈধ দখলদারেরা প্রথমে উপরে পলিথিন দিয়ে দোকান বসিয়েছিল হঠাৎ করে কয়েকদিন ধরে উক্ত দখলদারেরা পাকা ঘর নির্মাণ করছেন। এব্যাপারে আই,ডাবলু সাহেবের মোবাইল ফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন যে, এমপি আলহাজ্ব শওকত চৌধুরীর নির্দেশে তারা দোকান পাট নির্মাণ করছেন। এব্যাপারে এমপি শওকত সাহেবের মোবাইল নং- ০১৭১২২৬৪৩৬৮ জিজ্ঞেস করলে তিনি বলেন যে আমি কাউকে অবৈধ ভাবে রেলের জায়গায় মার্কেট নির্মাণ করতে অনুমতি দেইনি এবং আই,ডাবলু সাহেবকে আমি চিনি না। তার সঙ্গে আমার জীবনে কোনদিন কথা হয়নি আমি বিমানবন্দর যাওয়ার পথে অবৈধ মার্কেট নির্মাণ দেখে হতবাক হয়েছি। উক্ত নির্মিত মার্কেটের সামনে দিয়ে ডি.এস.ডাবলু.এম সাহেব ও এ.ই.এন সাহেব প্রতিদিন দু’বার করে যাওয়া আসা করেন। এব্যাপারে সরজমিনে অনুসন্ধান করে জানাযায় স্থানীয় প্রভাবশালী রেলের অসাধু কর্মকর্তা আই,ডাবলু সাহেবের যোগসাজসে কোটি টাকার লেনদেনের বিনিময়ে রেল প্রশাসন, স্থানীয় নেতাদের ম্যানেজ করে উক্ত মার্কেটটির নির্মাণ কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *