ভোলাহাটে সহকারী শিক্ষা অফিসার কামালের স্কুল মেরামত-সংস্কারে চাঁদাবাজী
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামাল উদ্দীনের এলাকার বিভিন্ন বিদ্যালয়ের মেরামত ও সংস্কার কাজে শতকরা ৬% হারে ৫টি স্কুলের প্রধানের নিকট বিভিন্ন হুমকী-ধামকী দিয়ে চাঁদাবাজীর অভিযোগ উঠেছে। গোপন সূত্রে জানা গেছে, উপজেলার ৪৭টি সরকারী ও ১টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২টির মেরামত ও সংস্কার কাজ গত ১৩ ডিসেম্বর শুরু হয়ে তা ৩০ ডিসেম্বর ২০১৫ তারিখে শেষ হয়। এর মধ্যে উপজেলা সহকারী শিক্ষা অফিসার কামাল উদ্দীনের অধীনে ৫টি বিদ্যালয়-তাঁতীপাড়া, গোপিনাথপুর, হাউসপুর, পাঁচটিকরী ও উলাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলির মেরামত ও সংস্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তদারকীর কাজ করার অনুমতি পায়। সে বাবদে তিনি কাজগুলি শেষ করে নানা অজুহাতে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকদের বিভিন্ন ভাবে ভয়ভীতি আর হুমকী-ধামকী দেখিয়ে শতকরা ৬% হারে ৫০ হাজারে ৩ হাজার টাকা চাঁদা তুলে তার পকেটেস্থ করে। এমনকি এটিও কামাল উদ্দীন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধানদের সাথে কটুক্তিসহ বাজে ব্যবহার করে বলে জানা যায়। এ ব্যাপারে এটিও কামাল উদ্দীনের সাথে মোবাইল-০১৭১৫-৪১৮৭৬৭ নম্বরে যোগাযোগ করা হলে তিনি মেরামত ও সংস্কার কাজের ব্যাপারে টুপাইসের কথা শুধুমাত্র ভিত্তিহীন বলেই সম্পূর্ণ ব্যাপারটি এরিয়ে যাবার চেষ্টা করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলামের সাথে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বিষয়টি অবগত নন। তবে তিনি সহকারী শিক্ষা অফিসার কামাল উদ্দীনের ব্যাপারে শক্তভাবে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে এ প্রতিবেদককে জানান। এটিও কামাল উদ্দীনের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিকের কাছে জানতে চাইলে তিনি ব্যাপারটি জানেন না। তবে বিষয়টি সংশি¬ষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলেন