পাবনার ফরিদপুরে ১বছরে ১৩জনের আত্মহত্যা
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলায় আত্মহত্যা ও অপমৃত্যু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এ সমস্ত আত্মহত্যার মূলে রয়েছে পারিবারিব অভাব অনটনের কারণে বিবাদ এক পর্যায়ে আত্মহত্যার পথ বেছে নিয়ে এর থেকে পরিত্রাণ লাভের জন্য মনের দুঃখে গলায় দড়ি, বিষপান ও অন্যান্য কারণে মৃত্যু মুখে পতিত হয়েছে। এ সমস্ত আত্মহত্যাকারীদের মধ্যে অধিকাংশ মহিলা। এদের বেশীর ভাগই স্বামী কর্তৃক নির্যাতিত ও লাঞ্চিত। আর কিছু রয়েছে প্রেমে ব্যর্থ। ১৩জন আত্মহত্যাকারীদের মধ্যে ৯জন মহিলা ও ৪জন পুরুষ রয়েছে। ফলে এ ব্যপারে ফরিদপুর থানায় পৃথক পৃথকভবে অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে। গত ১বছরে যারা আত্মহত্যা করেছে তারা হচ্ছে, এ উপজেলার নেছড়াপাড়া গ্রামের একরামূল হকের স্ত্রী আছমা খাতুন(৩৩), বৃ-কালিয়ানী গ্রামের রুহুল আমিনের স্ত্রী মরিয়ম খাতুন(২৫), বিলচান্দক গ্রামের মনিরুজ্জামানের পুত্র জনি(২৮), বিলবকরী গ্রামের রাজনের কণ্যা মৌ খাতুন(১৮), চিথুলিয়া গ্রামের আলাউদ্দিনের পুত্র আরিফ হোসেন(২৫), কাশীপুর গ্রামের আইনুল হকের পুত্র অন্তর(১৯), নেছড়াপাড়া গ্রামের বাবু সর্দারের কণ্যা মিতা খাতুন(১১), দেওভোগ গ্রামের মামুনের স্ত্রী সালমা খাতুন(১৮), পাচুড়িয়াপাড়া গ্রামের মধু প্রাং এর স্ত্রী জাহানারা খাতুন(৩৫), মাছুয়াঘাটা গ্রামের সজল হোসেনের কণ্যা আরিফা খাতুন(১৯), গোপালনগর গ্রামের মৃতঃ ইউসুব আলীর পুত্র মজির উদ্দীন(৬০), ধানুয়াঘাটা গ্রামের মোজাম্মেল হোসেনের কণ্যা সুমী খাতুন(১২) ও দত্তপুংগলী গ্রামের মজনু মিয়র কণ্যা রেশমা খাতুন (১২)।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান জানায়, সামাজিক অস্থিরতা, দারিদ্রতা, কর্মহীন, অশিক্ষা ও অসচেতনা এসব আত্মহত্যার অন্যতম কারণ। সামাজিকভাবে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। ফলে আত্মহত্যার প্রবণতা দিন দিন কমতে শুরু করবে।