পাবনার ফরিদপুরে পরীক্ষা ছাড়াই গবাদি মাংসে সীল
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : সরকারী নির্দেশ উপেক্ষা করে ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর হাট-বাজার সহ বিভিন্ন হাট বাজারে পশু সম্পদ বিভাগের কতিপয় দূর্ণীতি পরায়ণ কর্মচারী গবাদি পশু পরীক্ষা ছাড়াই মাংসে সীল মেরে কসাইদের সঙ্গে যোগসাজসে বাজারজাত করার অভিযোগ উঠেছে। জানাগেছে, এ উপজেলার পশু সম্পদ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ জবাইকৃত পশুর চেহারা না দেখে মাংসে সীল মারছে বলে অভিযোগ রয়েছে। এদিকে বিভিন্ন হাট-বাজারে রোগাক্রান্ত পশু জবাই করে বাজারজাত করছে। অপরদিকে মাংসে সীল দেখে ক্রেতা সাধারণ মাংস কিনে প্রতারিত হচ্ছে। এ ব্যপারে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেও কোন ফল হচ্ছে না। রহস্য কি? তদন্ত হওয়া প্রয়োজন।