আশ্রয়কেন্দ্রে শালিশী বৈঠকে হামলা ॥ বসতঘরের আসবাবপত্র ভাংচুর ও লুট

Matlab news pic 1
আরাফাত আল-আমিন : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাযীকান্দি ইউনিয়নের মহিষমারী আশ্রয়কেন্দ্রে শালিশী বৈঠকে হামলা ও বসতঘরের আসবাবপত্র ভাংচুর এবং লুট করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সন্ধায় হানিফ মুন্সির ঘরে এ ঘটনা ঘটে। ঘটনায় হানিফ মুন্সি বাদী হয়ে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেন। জানা যায়,৩০ ডিসেম্বর একটি কুচক্র মহল আশ্রয়কেন্দ্রের পুকুর থেকে মাছ ধরে নেয়। ওই ঘটনায় হানিফ মুন্সি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানায় এবং প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে আশ্রয়কেন্দ্র মহিষমারীর মালেক প্রধানীয়ার ছেলে গোলাম হোসেন (২৩), আবু তাহের পাটোয়ারীর মোঃ জুম্মন (২২), খানু মিয়া প্রধানের ছেলে ফয়সাল (২৪), রাসেল (২০), নাছির মিয়া ছেলে রিয়াদ (২০), রহিম আলী তফাদারের ছেলে জাহিদ (২০), বাচ্চু মিয়ার ছেলে রাসেল (২০) ও বিল্লাল হোসেনের ছেলে রনি (১৮) হানিফ মুন্সিকে অকথ্য ভাষায় গালমন্দ করে ও প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। এমতাবস্থায় উল্লেখিত সন্ত্রাসী ও মাদকাসক্ত ব্যক্তিদের বিরুদ্ধে হানিফ থানায় অভিযোগ দায়ের করে। এ ঘটনা গত শনিবার (২ ডিসেম্বর) সমাধার লক্ষ্যে গণ্যমান্য ব্যক্তিরা হানিফের ঘরে শালিশ বৈঠকে বসলে কথা কাটা-কাটির এক পর্যায়ে হামলা দিয়ে হানিফ মুন্সির ঘরের আসবাবপত্র ভাংচুর করে এবং ওয়্যারড্রপের ড্রয়ার ভেঙে দুই লাখ টাকা লুট করে। হানিফ মুন্সি বলেন, আশ্রয়কেন্দ্রের পুকুর থেকে তারা মাছ ধরলে আমি প্রতিবাদ করি। তাছাড়া ওরা আশ্রয়কেন্দ্রকে মাদকের আখড়া তৈরি করেছে। আমি মাদকের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করি। এসব বিষয়ের জেড় ধরেই তারা ক্ষিপ্ত হয়ে আমার ঘরে হামলা দেয়। ওই ঘটনা সমাধার লক্ষ্যে শালিশ বৈঠকে বসলে সেখানেও উল্লেখিত ব্যক্তিরাসহ মালেক প্রধানের ছেলে রশিদ ও বিল্লাল তারা পুণরায় হামলা দিয়ে আমার ঘরের আসবাবপত্র ভাংচুর করে ও নগদ টাকা লুট করেছে। ভাংচুর ও লুটের ঘটনায় থানায় অভিযোগ করেছি। এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তিদের সাথে কথা বলার জন্য খোঁজ করলে বাড়িতে পাওয়া যায়নি। এসআই তাজুল ইসলাম বলেন, উল্লেখিত ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান আছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *