চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা গঙ্গাদাসপুরে জমিজমা নিয়ে সংঘর্ষে বোমা হামলায় ১ জন নিহত; আহত ৪

হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরের গঙ্গাদাসপুর গ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের বোমা হামলায় মোহাম্মদ আলী (৫০) নিহত হয়েছে। বোমাঘাতে আহত সাহাবুদ্দীন (৬০)’র ডান পা উড়ে গেছে তার স্ত্রী মালেকা খাতুন (৪৫) ও তার ছেলে চঞ্চল (৩০) এবং মমিনুল ( ৪০)। তাদেরকে যশোরে আড়াই শ’ বেড হাসপাতালে পাঠানো হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ও পুলিশ উপ-পরিদর্শক জাকির এলাকাবাসীর উদ্বৃতি দিয়ে ঘটনাস্থল থেকে জানান, জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের ১১৬ বিঘা জমিতে স্বাধীনতার পর থেকেই ভুমিহীনরা বসবাস করে আসছিলো। ৪ বছর আগে এ জমির মালিকানা দাবি করে দর্শনা আব্দুল হাই টুকু ও এলাকার কতিপয় জোতদার। এরপর এ জমি নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। এক পর্যায়ে ভুমিহীনদের বাড়ি-ঘর ভেঙ্গে এ জমি থেকে উচ্ছেদ করে দেয় জোতদাররা। এরপর ২০১৫ সালের ২৪ জুলাই চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও প্রশাসনের হস্তক্ষেপে আবারো তাদের বসত ভিটায় ফিরে যায় ভুমিহীনরা। এদিকে আজ সোমবার এ জমি নিয়ে আবারো সংঘর্ষ বাঁধে। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গ্রামের টিপুর চায়ের দোকানে বসে ছিল মরহুম জাবেদ আলীর ছেলে মোহাম্মদ ্আলী (৫০)সহ কয়েকজন। এ সময় কে বা কারা তাদের উদ্দেশ্যে পরপর ৪-৫ টি শক্তিশালী বোমা ছুড়ে মারে। এ সময় বোমাঘাতে মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় কাদের শেখের ছেলে সাহাবুদ্দীন (৬০) ও তার স্ত্রী মালেকা খাতুন এবং ছেলে চঞ্চল (৩০) এবং গঙ্গাদাসপুর গ্রামের আব্দুস শুকুর কাঙলার ছেলে মমিনুল (৪০)। বোমাঘাতে সাহাবুদ্দীনের ডান পা উড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকেসহ ৩জনকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপেলক্স থেকে যশোর আড়াই শ’ বেড হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *