মুক্তিযোদ্ধা তালিকায় গন্য প্রসংগে আ. রাজ্জাক
বিশেষ প্রতিনিধি: স্বাধীনতার পর থেকে দীর্ঘ প্রতীক্ষার পর বঙ্গ-বন্ধুর খুনিদের এবং যুদ্ধাপরাধীদের বিচার ঠিকই হলো , কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা আজও সঠিক হলো না, যাহা দেশবাসীর ভাষ্য, এমনই একটি বর্ননা শুনতে এক মুক্তিযোদ্ধা সন্তানের করুন কাহিনী শোনালো এলাকাবাসী। ঘটনাটি কিশোরগঞ্জ জেলার পাকুনন্দিায় উপজেলার ৫ নং বুরুন্দিয়া ইউনিয়নের নরপতি গ্রামের প্রকৃত মুক্তিযোদ্ধা মৃত. আঃ রাজ্জাকের সন্তান মোঃ খোকন মিয়া। খোকন মিয়া এবং এলাকাবাসির ভাষ্য পাকুনন্দিয়া থানায় প্রকৃত মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক । অথচ অনেক ভুয়া মুক্তিযোদ্ধা দেশব্যাপি তালিকায় এসেছে কিন্তু নরপতি গ্রামের আ. রাজ্জাক প্রকৃত মুক্তিযোদ্ধা হওয়া সত্বেও মুক্তিযোদ্ধার তালিকায় গন্য হলো না। বর্তমানে মুক্তিযোদ্ধা আ. রাজ্জাকের সন্তানেরা করুন পরিনতিতে দিনতীপাত করছে স্বাধীন দেশে। যে স্বাধীনতার অগ্রভুমিকায় অংশগ্রহণ করে অবদান রেখেছিল মুক্তিযুদ্ধা আ. রাজ্জাক । সরকার পারে না এমন কোন কাজ নেই। সুতরাং সরকার নজর দিলে মুক্তিযোদ্ধা তালিকায় আ. রাজ্জাকের নাম চিরস্বরণীয় হয়ে থাকবে।