চুয়াডাঙ্গায় পৌর নির্বাচন নিয়ে কথা কাটাকাটি;সংঘর্ষে আহত ৩
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর মোড়ে পৌর নির্বাচন নিয়ে কথা কাটাকাটির ঘটনায় সংঘর্ষে আহত হয়েছে তিনজন। আহতদের মধ্যে দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত প্রায় ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর থানার এস আই আবু জাহের ভুঁইয়া জানান, নূরনগর মোড়ে দুদল যুবক সদ্য সমাপ্ত পৌর নির্বাচন নিয়ে আলোচনা করছিল। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঠাকুরপুর গ্রামের হারেজউদ্দিনের ছেলে মোহাম্মদ লিটন (৩০), মরহুম আফছার আলীর ছেলে মোহাম্মদ স্বপন (২৮) ও হাজারী বিশ্বাসের ছেলে বজলুর রহমান (৪৮) আহত হয়। আহতদের মধ্যে লিটন ও স্বপনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বজলুর রহমান প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ রানা জানান, হাসপাতালে ভর্তি দুজন আশংকামুক্ত।
এস আই আবু জাহের ভূঁইয়া আরো জানান, ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। কেউ থানায় এসে কোনো অভিযোগও করেনি।