ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী যাত্রীবাহী মৈত্রী ট্রেন থেকে দর্শনা কাষ্টমস ও কাষ্টমস গোয়েন্দা ১ কোটি ১৩ লাখ টাকার মালামাল আটক করেছে
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী যাত্রীবাহী মৈত্রী ট্রেন থেকে দর্শনা কাষ্টমস ও কাষ্টমস গোয়েন্দা ১ কোটি ১৩ লাখ টাকার মালামাল আটক করেছে। শনিবার কলকাতা থেকে ৪১২জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য মৈত্রী ট্রেনটি ছেড়ে আসে এবং বেলা ১২টা ৫মিনিটে দর্শনা আর্ন্তজাতিক ষ্টেশনে পৌছায়। এসময় দর্শনা কাষ্টমস ও কাষ্টমস গয়েন্দা মৈত্রী ট্রেন যাত্রীদের কাছ অতিরিক্ত প্রায় ১কোটি ১৩লাখ টাকা মুল্যের ভারতীয় শাড়ী,সাল চাদর,লেহেংগা,থ্রি-পিচ,পানজাবী ও লু্গংীসহ বিভিন্ন মালামাল আটক করেন বলে কাষ্টমস সুপার মোস্তফা কামাল জানান। আর্ন্তজাতিক নিয়ম অনুয়ায়ী একজন যাত্রী ৩৫ কেজি উপরে এক দেশ থেকে অন্য দেশে মালামাল আনা নেওয়া করতে পারবে না। আর্ন্তজাতিক নিয়ম উপেক্ষা করে ৩৭ লাগেজে এসব অতিরিক্ত মালামাল বহন করছিলো যা সর্ম্পূন অপরাধ। ফলে দর্শনা কাষ্টমস ও কাষ্টমস গয়েন্দা অবৈধ মালামাল বহনকারী যাত্রীদের নিকট থেকে এসব মালামাল আটক করে সরকারী কাষ্টমস গুদামে জমা করেন।##