চুয়াডাঙ্গায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১২
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা পৌর এলাকার সাত নম্বর ওয়ার্ডের এতিমখানা পাড়ায় নির্বাচিত ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে এক সংঘর্ষে পাঁচ নারীসহ ১২ জন আহত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন, জয়ী কাউন্সিলর প্রার্থী আবুল হোসেনের গাঁজর প্রতীকের সমর্থক ফজলুর রহমান (৪৫), রাজা (২২), রাজু (২০) , রোজী খাতুন (২৪) , সাহেদা (২৫), সুরুজ আলী (২৮) , আলতাফ হোসেন (৩০) ও মনুরা (৩৫ ) এবং পরাজিত আব্দুর রাজ্জাকের ডালিম প্রতীকের সমর্থক আহসান আলী (৪০), কমেলা খাতুন (৩৫), টুটুল (৩৮) ও খলিল (৩৫) । আহত এই ১২ জনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. হাসনাত পারভেজ শুভ জানান, আহতদের মধ্যে আহসান আলী ও ফজলুর রহমানের অবস্থা ভাল নয়। আহত ফজলুর রহমান জানান, ভোটের আগেই ডালিম প্রতীকের লোকজন হুমকী দিয়েছিল তারা ভোটে পরাজিত হলে দেখে নেবে। পূর্ব পরিকল্পিতভাবেই তাদের ওপর হামলা চালানো হয়।