সাপাহারে আবারো পিএসসিতে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও জেএসসিতে আলহেলাল একাডেমী এন্ড কলেজ প্রথম হয়েছে।

গোলাপ খন্দকার নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে পিএসসি পাশ পরীক্ষায় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় আবারো সেরা পতিষ্ঠানের কৃতিত্ব অর্জন করেছে। ওই স্কুল হতে ১৩৯ জন শিক্ষার্থীর মধ্যে ৬৬ জন শিক্ষার্থী এ প্লাস সহ শতভাগ পরীক্ষার্থী উত্তির্ন হয়ে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে। অন্যান্য বছরের ন্যায় এবারেও বিদ্যালয়টি উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে বলে ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানিয়েছে। এছাড়া আলহেলাল ইসলামী একাডেমী স্কুল ২য় স্থানে রয়েছে। ওই বিদ্যালয় হতে ৮৭ জন শিক্ষার্থীর মধ্যে ৪৭জন শিক্ষার্থী এ প্লাস সহ শতভাগ শিক্ষার্থী উত্তির্ন হয়েছে। এছাড়া জেএসসি পাশ পরীক্ষায় আবারো আলহেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজ হতে ১৫৭জন শিক্ষার্থীর মধ্যে ১২৩জন শীক্ষার্থী এ প্লাস সহ শতভাগ পরীক্ষার্থী উত্তির্ন শিক্ষাপ্রতিষ্ঠানটি উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে উপজেলা সদরের ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় হতে মোট ১৪৩জন শিক্ষার্থীর মধ্যে ৮৭জন শিক্ষার্থী এ প্লাস সহ শতভাগ শিক্ষার্থী উত্তির্ন হয়েছে। অপর দিকে উপজেলা সদরের জামান নগর বালিকা বিদ্যালয় হতে ৫০জন শিক্ষার্থীর মধ্যে ১৭জন শিক্ষার্থী এ প্লাস সহ শতভাগ শিক্ষার্থী উত্তির্ন হয়ে ৩য় স্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *