মৌ চাষীদের সনদ বিতরন অনুষ্ঠান ২০১৫ ইং
২৪/১২/২০১৫ ইং বেলা ১২.০০ ঘটিকায় সদর উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে চাষী পর্যায়ে উন্নতমানের ডাল,তেল,ও পেয়াজ বীজ উৎপাদন সংরক্ষন ও বিতরণ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়ে) আওতায় খেসারী প্রর্দশনীল মাঠ দিবস ও মৌ চাষীদের সনদ বিতরণ অন্ষ্ঠুানের আয়োজন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মানিকগঞ্জ। অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ.কে.এম ফখরুল ইসলাম মূন্সী সাবেক মন্ত্রী ও উপদেষ্ঠা মন্ডলীর সদস্য। আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ আলীমুজ্জামান মিয়া উপ-পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর, মানিকগঞ্জ। অধ্যাপক ডঃ সাখাওয়াত হোসেন কিট ত্বতœ বিষয়ক বিভাগ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ডঃ বাসুদেব দে সিকদার। অধ্যাক্ষ সদর উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শিবলয়। মোঃ বজলুর রশিদ খাঁন, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা, শিবালয়। মোঃ আফজাল হোসেন সাধারণ সম্পাদক মৌ চাষী কল্যাণ সমিতি। মৌ চাষী মোঃ শাজাহান সরদার, মোঃ বেলাল হোসেন, মোঃ নূর মোহাম্মদ গাজী, মোঃ ইমাদুল হক প্রমুখ। ফখরুল ইসলাম বলেন, মৌ চাষীদের মৌ উৎপাদনের মাধ্যমে ব্যাপক লাভবান হচ্ছেন তেমন লাভবান হচ্ছেন শস্য খামারীরা। কারণ ফুলে ফুলে মৌমাছির ব্যাপক পরাগয়ান হয়। এ গবেষণা দেখা যায় ২০-২৫ % শস্য বেশী ফলন হয়। মৌ চাষীদের মধু সংগ্রহের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। দেশের মানুষ ও পর্যাপ্ত পিওর মধু পাচ্ছেন। মধু পান করলে সকল রোগ প্রতিরোধ ক্ষমতা মানবদেহে বৃদ্ধি করে। কারণ মধুতে প্রচুর এন্টি অক্সিডেন্ট বিদ্যামান। আলিমুজ্জামান বলেন, কৃষক ভাইদের প্রতি অনুরোধ আপনারা মৌ চাষীদের এলাকায় মৌ খামার বসানোর ব্যবস্থা করুন। তাতে আপনাদের লাভ ফলন বেশী হবে। মৌ চাষে কোন প্রকার ক্ষতি হয় না। আরো বলেন মৌ চাষীদের যে কেউ হয়রানি না করতে পারে সে জন্য আমরা সনদ বিতরণের ব্যবস্থা করেছি। ভবিষ্যতে আমরা আরো সহযোগিতা করবো। ডঃ সাখাওয়াত হোসেন বলেন আপনাদের জন্য শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দরজা খোলা মৌমাছির কোন রোগ বালাই দেখা মাত্র আমাদের কাছে নিয়ে আসবেন। আমরা আপনাদের সঠিক মৌমাছির চিকিৎসা ও পরামর্শ দিব। তিনি আরো বলেন মধু উৎপাদনের পাশাপাশি পলেন রয়েলজেলি সহ অন্যান্য উপাদান ও আপনাদের সংগ্রহ করে দেশের এক বৃহত্তর ভূমিকায় এগিয়ে আসতে হবে। ডাঃ বাসুদেব বলেন, মানিকগঞ্জ জেলায় সদর উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষায় ছাত্র ছাত্রীরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রেজালন্টে এক নম্বরে রয়েছেন। তেমনি মৌ চাষী ও কৃষক ভাইরা আপনাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা প্রচুর মধু ও শস্য সংগ্রহে এক নম্বরে থাকতে হবে। দেশের শতভাগ মধু ও শষ্য আমার শিবালয় থেকে উৎপাদন করে দেখিয়ে দিন।