ভোলাহাটে পল্লী সমাজের সদস্যদের মাঝে বাল্যবিবাহ বন্ধে তথ্যকার্ড বিতরণ

Photo-01(1)ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সামাজিক ক্ষমতায়ন কর্মসুচীর আওতায় ব্র্যাক পল্লী সমাজের উদ্দ্যোগে ওয়ার্ড পর্যায়ে বাল্যবিবাহ বন্ধে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় পল্লী সমাজের সদস্যদের মাঝে তথ্যকার্ড বিতরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাক ২নং পল্লী সমাজের সভাপতি মর্জিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ৭,৮ ও ৯নং সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্যা সাবিয়া বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর এফ,ও (জেড.এ) আব্দুল্লাহ আল-মামুন, বৃহত্তর বজরাটেক গ্রাম সরদার জুল্লুর রহমান শাহ্, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য জালাল উদ্দিন, সামাজিক ক্ষমতায়ণ কর্মসুচী এফ, ও (আই,বি) মোজাম্মেল হক, সাইফুন্নেসা দাতব্য চিকিৎসালয়ের টেকনেসিয়ান বজলুর রহমান শাহ্ বাবু। অনুষ্ঠানে ২নং গোহালবাড়ী ইউনিয়নের ২নং পল্লী সমাজের ৩২জন সদস্যদের মাঝে তথ্যকার্ড বিতরণ করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক পল্লী সমাজের সদস্যগণ উপস্থিত ছিলেন। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *