পলাশবাড়ী মটরশ্রমিক ইউনিয়নের ৫ শ্রমিকের সদস্য পদ বাতিল
আশরাফুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি : সংগঠন বিরোধী কার্যকলাপের দায়ে গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, পলাশবাড়ী এর ৫ নেতা-কর্মীর সদস্যপদ বাতিল করা হয়েছে। এরা হলেন, উপজেলা সদরের দুবলাগাড়ী গ্রামের মৃত আজিজার রহমানের পুত্র বাবলু মিয়া ( সদস্য নং-৮১৩), নুনিয়াগাড়ী গ্রামের মৃত আঃ কাইয়ুম বাচ্চুর পুত্র সংগঠনের সাবেক সাধারন সম্পাদক সুরুজ হক লিটন (সদস্য নং-৯৪৫), দূর্গাপুর গ্রামের আকবর আলীর পুত্র সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলমগীর মন্ডল (সদস্য নং-১৪১১), গৃধারীপুর গ্রামের আঃ মতিনের পুত্র গোলাপ মিয়া (সদস্য নং-১৪১৫) এবং জামালপুর গ্রামের আঃ জব্বারের পুত্র বাবলু মিয়া (সদস্য নং-১৫৬৮)। গত মঙ্গলবার সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে “স্মারক নং-গাজেবামিকোমাশ্রই ১০৭(১২)১৫” বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৬/০৭/২০১৫ইং তারিখে বিশেষ সাধারন সভার সিদ্ধান্ত উপেক্ষা, সংগঠনের বিরুদ্ধাচারণ-অপপ্রচার, বর্তমান কার্যনির্বাহী কমিটির নামে কুৎসা রটনা, শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি-বিশৃঙ্খলা সৃষ্টিসহ সংগঠনের (রেজি: নং-৪৯৪) রেজিস্ট্রেশন বাতিলের পায়তারার অপরাধে ও বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর বিধান মোতাবেক গঠনতন্ত্রের ৭ নং অনুচ্ছেদ অনুযায়ী টানা ৩ মাস মাসিক চাঁদা প্রদান না করায় এবং বিভিন্ন শৃঙ্খলা পরিপস্থী কর্মকান্ড করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করায় গত ২৪ ডিসেম্বর কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২৮ ডিসেম্বরের বিশেষ সাধারন সভায় সকল শ্রমিকদের সম্মতিক্রমে সংগঠন বিরোধী নেতৃত্ব প্রদানকারী উল্লেখিত ৫ শ্রমিকের সদস্যপদ বাতিল করা হয়।