ইসলামপুরে হেভেন চাইল্ড রেসিডেন্সিয়াল স্কুলে বার্ষিক পরীক্ষার ফল ও পুরস্কার বিতরণ
জামালপুর প্রতিনিধি : সময়ের আবর্তে মেধা যুদ্ধের মাপকাঠিতে সাফল্যের স্বর্ণ শিখরে ২০১৬ সালে ৮ম বর্ষে পদার্পণ জামালপুরের ইসলামপুরে হেভেন চাইল্ড রেসিডেন্সিয়াল স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার ও বিতরণ করা হয়েছে। ২৮ ডিসেম্বর সোমবার দুপুরে শহরের পাটনিপাড়া চৌরাস্তা মোড়ে স্কুল ক্যাম্পাসে ফলাফল ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে স্কুলে পরিচালক মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক ওসমান হারুনীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক ও শিক্ষানুরাগী গাইবান্ধা ইউপি সাবেক চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী,বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনকি ইনকিলাব প্রতিনিধি ফিরোজ খান লোহানী। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য স্কুলের প্রধান শিক্ষিকা এস.এম.তাসলিমা ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষিকা রশিদা বেগম,ছাত্রী অভিাবক ওয়াজ করনী প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্লে-থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত ৫৫জন প্রথম স্থান অধিকারীসহ কৃতি ছাত্র ছাত্রীসহ অন্যান্যদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিবারের ন্যায় এবারো বার্ষিক পরীক্ষার ফলাফল ভালো হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রধান অতিথি বিশিষ্ঠ সমাজ সেবক ও শিক্ষানুরাগী মাকছুদুর রহমান আনছারী এবং এ সাফল্যে ধারাাহিকতার বাজায় রাখার আহ্বান জানান স্কুলের পরিচালনা সংশ্লিষ্ঠ সকলের প্রতি। এছাড়াও সভাপতি ও স্কুলের পরিচালক সাংাদিক ওসমান হারুনী তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মকে যোগ্য ও সুনাগরিক রুপে গঠন করায় হেভেন চাইল্ড রেসিডেন্সিয়াল স্কুলের মূল্য উদ্দেশ্য এবং বর্তমান শিক্ষা ব্যবস্থাকে গতানুগতিক ধরা থেকে মুক্ত করে শিক্ষার্থীদের এক বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দিন বদলের পালায় বিজ্ঞান ও প্রযুক্তিগত অবদান রাখতে আজকের শিশুদের আগামী দিনের দায়িত্বশীল ও দেশাত্ববোধ,সৎ,সুশিক্ষিত ও সুনাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষেই আধুনিক যুগোপযোগী শিক্ষা সেবার প্রতিশ্রুতি নিয়েই ২০০৯ সালে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়।