চুয়াডাঙ্গায় সোনার মোবাইল বার ও বিস্কুটসহ দু’চোরাকারবারী আটক
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদী সীমান্ত থেকে দু’কেজি ৪শ গ্রাম সোনার মোবাইলবার ও ৪টি বিস্কিট সহ দু’চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন,দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের মৃত ইমদাদুলের ছেলে কওছার আলী (৩৭) ও সামসুলের ছেলে আনিছুর (৩৪)। সোমবার সকালের দিকে নাস্তিপুর পাকারাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল এসএম মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৯ টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার বাড়াদী বিওপি ক্যাম্পের কমান্ডার নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সীমান্তবর্তী ঝাঝাডাঙ্গা পাকারাস্তার উপর চোরাচালান বিরোধী অভিযান চালান। এসময় ভারতীয় ১শ ২৫সিসি ডিসকভার মটরসাইকেল গতিরোধ করে কওছার ও আনিছুরকে আটক করা হয়। পরে জনসম্মুখে তাদের দেহ তল্লাসী করে দুকেজি ওজনের দ’ুইটি সোনার মোবাইল বার ও ৪শ গ্রাম ওজনের ৪টি সোনার বিস্কুট উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে বিজিবি বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলাসহ সোপর্দ করা হয়েছে