পলাশবাড়ীর মনোহরপুরে ১৬ প্রহরব্যাপী নাম প্রথম অধিবেশন সংর্কীতন সম্পূন্ন হয়েছে।

মনিরুজ্জামান খান : গাইবান্ধার পলাশবাড়ীর মনোহরপুরে কুমারগাড়ী কালীতলা মন্দির প্রাঙ্গনে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংর্কীতন ও অষ্টকালিন লীলার্কীতন গত মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠনিকতার মধ্যে দিয়ে প্রথম অধিবেশন শুরু হয়েছে। তবে মূল আনুষ্ঠনিকতা শুরু হবে বুধবার থেকে চলবে তিন দিন ব্যাপী প্রধান অতিথি ডঃ ইউনুস আলী সরকার এমপি,বিশেষ অতিথি বাবু গৌর চন্দ্র সাহা,এ্যাড.বাবু ভবেশ চন্দ্র মোস্তকী,সার্ভিক সহযোগীতায় ঘুটু মিয়া, আমন্তিত অতিথি মাজেদার রহমান দুলু চেয়ারম্যান, শাহজাহান চৌধুরী, আলতাফ হোসেন, এতে সভাপতির দায়িত্ব পালন করবেন গনেশ সাধু,সহ সভাপতি কান্তিভূষন, সেক্রেটারী চিত্তরঞ্জন সরকার কোষাধক্ষ্য প্রদিপ মাষ্টার , উপদ্রেষ্টা মন্ডলী জয়দেব সরকার (খোকন) করুনা কান্ত, অমল সাধু, সন্তোস মাষ্টার, ডাঃ সুনীল, ঋষিকেশ,নামামৃত র্কীতন পরিবেশন করছেন ৮টি স্বনামধন্য দল। তবে চিত্তরঞ্জন ও খোকন বলেন আগামি ২৫ ডিস্মেবর রোজ শুক্রবার অরুণাদয়ের নগর র্কীতন ও মহাপ্রভূর ভোগ উৎসবের মধ্যেদিয়ে এ অনুষ্টানের সমাপ্তি ঘটবে। সভাপতি বলেন,দেশ মাতৃকার শুভ কল্যান ও বিশ্বশান্তি কল্পে প্রথম অধিবেশন অষ্টপ্রহর অনুষ্টিত হচ্ছে।এ উপলক্ষে মন্দির চত্বরে হিন্দু ধর্মীয় গ্রন্থ, পূজার উপাচার ও বিভিন্ন রকম খাবারের দোকান বসেছে। উৎসবে বিভিন্ন এলাকা থেকে ও আসে পাশের বিপুল সংখ্যক সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দের সমাগম ঘটেছে ও এর মধ্য দিয়েই প্রথম অধিবেশনের আনুষ্ঠানিকতা সম্পূন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *