পৌর নির্বাচন-২০১৫ সান্তাহারে বস্তিবাসির এক পকেটে ধানের শীষ অন্য পকেটে নৌকা
আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার সান্তাহার পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী দুই জন। দুই প্রার্থী হল আওয়ামীলীগের প্রার্থী রাশেদুল ইসলাম রাজা আর বিএনপি’র প্রার্থী বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। দুই প্রার্থীর কর্মীদের নজর বেশী ৩ হরিজন কলোনী ও ৭ রেলওয়ে বস্তিতে। কারন এসবের বাসিন্দাদের হাতে গোনা ছাড়া অবশিষ্ট ভোটাররা যে প্রার্থী ‘বেশী’ দেবে ভোট দেবে তাকেই। এমন তথ্য মেলে দুই প্রার্থীর কর্মীদের সাথে আলাপে। শুধু তাই নয়, এসব কলোনী ও বস্তির বাসিন্দারা খুবই চতুর প্রকৃতির। তারা দুই পকেটে দুই প্রার্থীর হ্যান্ডবিল নিয়ে থাকে। যে প্রার্থীই তাদের যাক না কেন অর্থাৎ বিএনপি’র প্রার্থী গেলে ধানের শীষের আর আওয়ামীলীগ প্রার্থী গেলে নৌকা’র হ্যান্ডবিল হাতে নিয়ে বলে ভাই এই যে আমরা আপনার জন্যই কাজ করছি। কিন্তু খুব সমস্যা হচ্ছে ভাই, এতো কম টাকায় ওদের ধরে রাখা যাচ্ছে না। কারণ হিসাবে প্রতিপক্ষ প্রার্থী অনেক বেশী দিচ্ছে বলে টোপ দিয়ে আগের প্রার্থীর চেয়ে বেশী আদায় নিচ্ছে। এমন অভিনব কৌশল এখন আর শুধু কলোনী ও বস্তিতে সীমাবদ্ধ নেই। এর হাওয়া লেগেছে পাড়া-মহল্লার দরীদ্র শ্রেনির সাধারণ ভোটাদের মধ্যেও। এবার লক্ষনীয় বিষয় হচ্ছে পৌর নির্বাচনে উভয় দলই পুরুষের পাশাপাশি সমান সংখ্যক মহিলা কর্মী নিয়োগ করে প্রচার-প্রচারনা চালাচ্ছেন।