আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সান্তাহারে আঞ্চলিক বিশ্ব ইজতেমার সমাপ্তি

PIC-26.12.15
আদমদীঘি প্রতিনিধি : দ্বীনের পথে চলার আহবান আর বাংলাদেশ সহ বিশ্ববাসীর শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বগুড়ার সান্তাহারে তিন দিন ব্যাপী নওগাঁ জেলার উদ্যোগে আঞ্চলিক বিশ্ব ইজতেমার পর্বের সমাপ্তি হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় সান্তাহার পৌর শহরের ঢাকা রোড নামক স্থানে বিশাল মাঠে কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা ফারুক হোসেন ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন। আখেরি মোনাজাতের সময় আগত প্রায় পাঁচ লাখেরও অধিক মুসল্লি¬দের আমীন আমীন ধ্বনিতে পুরো সান্তাহার পৌর শহর প্রকম্পিত হয়ে ওঠে। আখেরি মোনাজাতে বলেন, নবী করিম (সাঃ) এর আদর্শ ধারণ করে দ্বীনের পথে আমাদের এগিয়ে যেতে হবে। নামাজ আদায় করতে হবে মসজিদে গিয়ে। এ সময় তিনি ইজতেমায় আগত মুসল্লি¬দের প্রতি দ্বীনের পথে চলা এবং সৎ ভাবে জীবন যাপন করার আহবান করেন। সান্তাহারে প্রথমবারে অনুষ্ঠিত ইজতেমার মাঠের তিন লাখ মুসল্লি¬র বসার ব্যবস্থা করা হলেও তা ছাপিয়ে গেছে। সূত্র মতে, ঢাকার টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমায় মুসলি¬দের দুর্ভোগ কমাতে চলতি বছর দেশের বিভিন্ন জেলায় আগাম বিশ্ব ইজতেমার প্রস্তুতি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারই অংশ হিসেবে গত বৃহস্পতিবার থেকে সান্তাহার ঢাকা রোডে কৃষি জমিতে তিন দিন ব্যাপী ইজতেমা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে শনিবার দুপুরে শেষ হয়। প্রথমবারের ইজতেমার মাঠে মুসল্লি¬দের সব সুযোগ সুবিধা নিশ্চিত করেছে নওগাঁ জেলার আয়োজন কমিঠি। এছাড়াও নওগাঁ জেলা পুলিশ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে স্থাপন করেছিল পুলিশ ক্যাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *