চুয়াডাঙ্গার দর্শনা কেরু এন্ড কোম্পানী চিনিকলে আখ মাড়াই উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Chuadanga Carew & Companay Sugar Mill (1) 25.12.2015
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনা কেরু এন্ড কোম্পানী চিনিকলে ২০১৫-২১০৬ মৌসুমে আখ মাড়াই শুরু হয়েছে। আখ মাড়াই উদ্বোধন উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় কেরু এন্ড কোম্পানী চিনিকলের কেন কেরিয়ার প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর চিনিকলের ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করর্পোরেশনের চেয়ারম্যান এ.কে.এম.দেলোয়ার হোসেন এফসিএমএ। মাড়াই মৌসুমের আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার দর্শনা কেরু এন্ড কোম্পানী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এ.বি.এম.আরশাদ হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করর্পোরেশনের চেয়ারম্যান এ.কে.এম.দেলোয়ার হোসেন এফসিএমএ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করর্পোরেশনের সচিব আব্দার হোসেন ও একই প্রতিষ্ঠানের (উৎপাদন ও প্রকৌশলী) শিবেন্দ্র নাথ সরকার। আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম, নাটোরের নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, কুষ্টিয়া রেনইউক যগেশ্বরের ব্যবস্থাপনা পরিচালক আহসান সিদ্দিকী, বাংলাদেশ আখচাষী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও আখচাষী কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী, দর্শনা কেরু এন্ড কোম্পানী চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি আখচাষীদের উদ্দেশ্যে বলেন “ কৃষি বিভাগের পরামর্শ নিয়ে আখচাষ করতে হবে। তাদের পরামর্শে আখচাষ করলে আখের উৎপাদন ও চিনি আহরন ভাল হবে। তিনি বলেন, আখের দাম কিছুটা বাড়ানো হয়েছে। পর্যায়ক্রমে আরো বাড়ানো যাবে যদি কিনা আখচাষী আরো চাষ করে। চিনিকলে ভাল আখ মাড়াই হলে ভাল চিনি উৎপাদন হবে। তিনি বলেন, কেরু এন্ড কোম্পানী চিনিকলে বিএমআরই শেষ হয়েছে। এবার এই চিনিকলের ডিষ্ট্রিলারী আধুনিকায়ন করা হবে। তিনি বলেন, কেরু এন্ড কোম্পানী চিনিকল একটি চমৎকার গর্বের প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে”।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে চিনিকলের ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করর্পোরেশনের চেয়ারম্যান এ.কে.এম.দেলোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *