সাপাহারে আদিবাসীদের উদ্যোগে শুভ বড় দিন উৎযাপন

Photo Sapahar, 25,12,15
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সারা বিশ্ব তথা সারা বাংলাদেশের ন্যায় নওগাঁর সাপাহার উপজেলার উচাডাঙ্গা গ্রামের আদিবাসী পাড়ায় খ্রীষ্টান ধর্মাল্বীদের উদ্যোগে গত শুক্রবার সকাল ৯টায় যীশু খ্রীষ্টের জম্ম উপলক্ষে শুভ বড় দিন উদ্যাপন করা হয়েছে। রাত্রী ১২টায় যীশু খ্রীষ্টের জম্ম দিনের কেক কেটে দিবসের সূচনা করা হয়। সকালে গ্রাম সংলগ্ন ইজেন জেলিকেল লুথারেন চার্চ ইন বাংলাদেশ মিশন উপাশনালয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। উক্ত অনুষ্ঠানে গির্জা পরিচালক শিমন কুজুর ও বিকালী কুজুুর শ্রতাদের উদ্যেশ্যে পবিত্র বইবেল থেকে পাঠ করে শোনান। এসময় ওই অনুষ্ঠানে আদিবাসী পাড়ার খ্রীষ্টান ধর্মাল্বী প্রায় শতাধীক নারী পুরুষ উস্থিত ছিলেন। দিনের শেষে সন্ধায় দিবসের তৎপর্য তুলে ধরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যীশু খৃীষ্ট প্রায় ২হাজার বছর পূর্বে ২৫ডিসেম্বর সিরিয়া প্রদেশের বেথেলহেম গ্রামে মেরীর গর্ভে এক গোয়াল ঘরে জম্মগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *