পৌরসভা নির্বাচন-২০১৫ গোপালপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) থেকে : পৌরসভা সাধারণ নির্বাচনে টাঙ্গাইলের গোপালপুরে বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার পৌরশহরের সূতী হোসেন শহীদ সোহরাওয়াদী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং অফিসার, গোপালপুর পৌরসভা নির্বাচন মো. মাসূমুর রহমান, সহকারি কমিশনার ভূমি (নাজমা আশরাফি), গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা আলোচনায় অংশনেন। কর্মশালায় ১৪ জন প্রিজাইডিং অফিসার, ১১০জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ২২১জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহন করে বলে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটানিং অফিসার, গোপালপুর পৌরসভা নির্বাচন-২০১৫, মো. শামছুল হুদা জানিয়েছেন। প্রসঙ্গত, ১৯৭৪সালে প্রতিষ্ঠিত দ্বিতীয় শ্রেণির গোপালপুর পৌর সভার নির্বাচনী এলাকার ৯টি সাধারণ ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডের পুরুষ ১৮হাজার ১৯জন ও মহিলা ১৮হাজার ২০৭জনসহ মোট ৩৬হাজার ২৮৯জন ভোটার রয়েছে। ৩০ ডিসেম্বর ১৩টি ভোট কেন্দ্রের ১০৫টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা তাদের পৌরপিতাসহ পৌর পরিষদের সদস্য নির্বাচিত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *