কিশোরগঞ্জে সড়ক পরিবহন মালিক সমিতি যাত্রী সাধারণকে জিম্মি করে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জে সড়ক পরিবহন মালিক সমিতি নিজের স্বার্থের জন্য যাত্রী সাধারনকে জিম্মি করে রোববার সকাল থেকে অনির্দিষ্ঠ কালের জন্য বাস ধর্মঘট শুরু করছে। । জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও মটরযান শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ ধর্মঘট আহবান করেছে। ধর্মঘটের কারণে জেলা শহরের গাইটাল আন্ত জেলা ও বত্রিশ বাস টার্মিনাল থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। বিড়ম্বনায় পড়েছে শিশু বাচ্চাসহ শত শত নারী পুরুষ যাত্রীরা। জানা যায়, ভাটি হাওড় অধ্যুষিত চামটা বন্দরে বিআরটিসি বাস চলাচল কে কেন্দ্র করে মালিক সমিতির নেতৃবৃন্দ চরম ক্ষিপ্ত হয়ে পড়ে। এ নিয়ে বিআরটিসি বাস চালুর সমন্বয়কারী গাইটাল এলাকার শফিকুল ইসলাম মানিক এর সাথে মালিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে গত কিছু দিন ধরে টানা পোড়েন সৃষ্ঠি হয়। ইতিমধ্যে বিচ্ছিন্ন ভাবে অপ্রতিকর কিছু ঘটনাও ঘটে। কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির আহবায়ক মানিক রঞ্জন দে জানান গত কিছুদিন ধরে তার মালিকানাধীন বিাারটিসি বাস চালানোর সুযোগ দেয়ার জন্য মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের উপর চাপ প্রয়োগ করে আসছিল। এ ঘটনার জের ধরে এর আগের দিন শনিবার সে গাইটাল আন্তঃ জেলা বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের কার্যালয় তালাবদ্ধ করে দেয় এবং মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে দুর্ব্যবহার করে। এর প্রতিবাদে ঐ দিন রাতেই অনুষ্ঠিত সড়ক পরিবহন মালিক সমিতি ও মটরযান শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট আহবান করা হয়। এদিকে বিআরটিসি বাস সমন্বয়কারী শফিকুল ইসলাম মানিক জানান যাত্রী সেবার মান নিয়ে এমনকি সরকারী নির্দিষ্ঠ পরিমাণ রাজস্ব দিয়ে উন্নত যাত্রী সেবার মান নিয়ে বিআরটিসি বাস চালুর উদ্যেগ নেন। এর আগেও চামটা বন্দর থেকে বিআরটিসি বাস চালু ছিল। মাঝখানে কিছু দিন বন্ধ থাকার পর পূণরায় এ বাস গুলো চলাচল শুরু করায় নিজেদের স্বার্থের প্রতি আঘাত লাগে। শুধু তাই নয় তারা যাত্রী সেবা জলাঞ্জলী দিয়ে মান্ধাতার আমলের লক্কর ঝক্কর বাস দিয়ে কাড়ি কাড়ি টাকা কামাই করছে। মালিক সমিতি ক্ষমতার অপব্যবহার করে এমনকি প্রশাসন ও যাত্রী সাধারনকে জিম্মি করে এ ধর্মঘটের ডাক দেয়। আর আমার প্রতি বিরুদ্ধাচারন করে বিভিন্ন রকম অপপ্রচার করছে। তারা নিজেদের স্বার্থের জন্য দেশটাকে মগের মুল্লুক বানিয়ে যা ইচ্ছে তাই করবে এটা বর্তমান সরকারের সময় কখনও সম্ভব হতে পারে না। আর সাধারণ যাত্রীদের অভিযোগ মালিক সমিতি এর আগে গাইটাল সার্কিট হাউজ সংলগ্ন বিাারটিসি দূরপাল্লার এসি বাস গুলো সড়িয়ে দেয়। যার ফলে আমাদের যাতায়াতে যাত্রী বিড়ম্বনা প্রকট আকার ধারণ করছে। তবে রোববার ধর্মঘট চলাকালে দুপুরে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহর সাথে তার কার্যালয়ে সাক্ষাত করে তাদের বিষয়টি উপস্থাপন করেন। জেলা প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর মাধ্যমে আগামী ২৪ ঘন্টার মধ্যে সুষ্ঠ সমাধানের আশ্বাস দিলেও নেতৃবৃন্দ এ ঘটনার সুষ্ঠ সমাধান না হওয়া পর্যন্ত বাস ধর্মঘট প্রত্যাহার করবেন না বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *