সুন্দরগঞ্জ পৌর নির্বাচন আচরণ বিধি ভঙ্গের দায়ে ৫ মেয়র প্রার্থীসহ ২১ প্রার্থীর জরিমানা

মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ (গাইবান্ধা): সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে ৫ মেয়র প্রার্থীসহ ২১ প্রার্থীর ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। রোববার রাতে রিটার্নিং অফিসার ইউএনও আবদুল হাই মিলটন পৌরশহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেওয়ালে পোষ্টার সাটানোসহ পোষ্টারে ২ এর অধিক ছবি ব্যবহার করায় ২১ প্রার্থীর জরিমানা করেন। আচরণ বিধি লংঘনকারী আওয়ামীলীগের মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের (নৌকা) ২ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী দেবাশীষ কুমার সাহা (চামুচ), বিএনপি মনোনীত প্রার্থী আজাদুল করিম প্রামানিক নিপু (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল (মোবাইল ফোন) ও জাসদের মনোনীত শাহাদৎ হোসেন সবুজ (মশাল) এর এক হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া সংরক্ষিত আসনের কাউন্সিলর ৮ প্রার্থী ও সাধারণ কাউন্সিলর পদের ৮ প্রার্থীর প্রত্যেকের এক হাজার করে মোট ২২ হাজার টাকা জরিমানা করেন ইউএনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *