পাবনার ফরিদপুরে শিব লিঙ্গ উদ্ধারে পুলিশের চিরুনী অভিযান
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : সম্প্রতি পাবনার ফরিদপুর উপজেলার কালাডাঙ্গা কালী মন্দির থেকে শিব লিঙ্গ চুরি অতঃপর পুলিশের চিরুনী অভিযান অব্যাহত। থানাসূত্রে জানাগেছে, পাবনার ফরিদপুর উপজেলার কালাডাঙ্গা কালী মন্দির ঘড়ের টিন কেটে দুর্বৃত্তরা ঘড়ে প্রবেশ করে শিব লিঙ্গ নিয়ে গেছে। যাবার আগে মন্দিরের দেয়ালে আরবি লেখা, অকথ্য ভাষা ও হাতের ছাপ দিয়া যায়। ঘটনাটি নভেম্বর মাসের কোন প্রথম সপ্তাহের কোন একটি গভীর রাত্রে ঘটেছে বলে মন্দিরের সেবায়ত সাধন কুমার জানায়। এ ব্যপারে ফরিদপুর থানায় ১টি মামলা হয়েছে। যার মামলা নং ৩ তাং ১১/১১/১৫ইং। ঘটনাটির চিরুনী অভীযানে পুলিশ এ উপজেলার নেছড়াপাড়া গ্রামের জুলমত আলী(৩২) ও বেড়হাওলিয়া গ্রামের রবিউল ইসলাম(২৮) কে গ্রেপ্তার করে। ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনের জন্য বিজ্ঞ আদালতের নিকট ৭দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম জানায়, গ্রেপ্তারকৃত ২জন আসামীর মধ্যে জুলমত আলীর নিকট থেকে ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও শিব লিঙ্গ উদ্ধার সম্ভব না হওয়ায় পুণরায় বিজ্ঞ আদালতের নিকট ৭দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান জানায়, কালাডাঙ্গা কালী মন্দিরের চুরি যাওয়া শিব লিঙ্গ উদ্ধারে পুলিশী অভিযান অব্যাহত থাকবে।