ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জেলেদের নিবন্ধন পরিচয় পত্র বিতরণ উপলক্ষে সভা

2
রাজিউর রহমান জেহাদ রাজু, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হল রুমে গতকাল দুপুর ২টায় জেলেদের নিবন্ধন ও পরিচয় পত্র প্রদান প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের পরিচয় পত্র বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য-৪, ঠাকুরগাঁও-২ সভাপতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও বাংলাদেশ আওয়ামীলীগ ঠাকুরগাঁও জেলা সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, পরিচয় পত্র বিতরণ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, এছাড়া বালিয়াডাঙ্গী উপজেলা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, বাংলাদেশ আওয়ামীলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, বাংলাদেশ আওয়ামীলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিয়া এমদাদ, বাংলাদেশ আওয়ামীলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক জুলফিকার আলী, বালিয়াডাঙ্গী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মজিবর রহমান শেখ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মাইনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাফিয়ার রহমান, উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মখলেসুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আফজাল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভেটেনারী সার্জেন ইউনুস আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেল্লাল সিদ্দিক, উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমদাদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, পাড়িয়া ইউপির চেয়ারম্যান জিল্লুর রহমান, বড়পলাশবাড়ী ইউপির চেয়ারম্যান মনসুর আলম, দুওসুও ইউপির চেয়ারম্যান মকলেসুর রহমান চৌধুরী, ভানোর ইউপির চেয়ারম্যান অপূর্ব কুমার রায়, আমজানখোর ইউপির চেয়ারম্যান শেখ আইয়ুব আলী, বড়বাড়ী ইউপির চেয়ারম্যান আকরাম আলী, পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক টিএম মাহবুবুর রহমান প্রমূখ। প্রধান অতিথি সকলের উপসিস্থিতে ০৫জন জেলে কে নিবন্ধিত পরিচয় পত্র প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *