পাবনার ফরিদপুরে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ প্রার্থী
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : আসন্ন ফরিদপুর পৌরসভা নির্বাচনে মোট ৫জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছে, বিএনপি মনোনীত প্রার্থী এনামূল হক ধানের শীষ, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র খ,ম কামরুজ্জামান মাজেদ নৌকা, স্বতন্ত্র প্রার্থী হাজী আসাদুজ্জামান আলাল জগ, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম নারকেল গাছ, স্বতন্ত্র প্রার্থী বাবলু হোসেন কম্পিউটার প্রতীক উল্লেখযোগ্য। প্রতীক বরাদ্দের পর থেকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯জন ও সাধারণ কাউন্সিলর পদে ২২জন বিভিন্ন প্রতীক নিয়ে ভোট যুদ্ধে মাঠে নেমেছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, মেয়র পদে মনোনয়নপত্র উত্তোলন করে ৭জন জমা দেন ৬জন। সর্বশেষ মনোনয়নপত্র উত্তোলন করেন ৩জন। এরা হচ্ছে, মেয়র পদে এমদাদুল হক স্বতন্ত্র প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদে ৬নং ওয়ার্ডে আবু তালেব মোল্লা ও ২নং ওয়ার্ডে খালেকুজ্জামান পাশা। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকল প্রার্থীর চলছে নির্বাচনী প্রচার। সবাই আশাবাদী। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, ফরিদপুর পৌরসভা এলাকায় মোট ভোটার সংখ্যা ১০হাজার ১শত ৮৪জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৪হাজার ৯শত ৯৯জন ও মহিলা ভোটার ৫হাজার ১শত ৭৫জন। ১শত ৭৫জন মহিলা ভোটার বেশী রয়েছে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান জানায়, আসন্ন পৌর নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ ও আইন শৃংখলা রক্ষায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।