চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার বিএনপি’র মেয়রপ্রার্থী মীর মহি উদ্দিনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা

Chuadanga Alomdanga Election Mobile Court News (2) 19.12.2015
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার বিএনপি’র মেয়র প্রার্থী মীর মহিউদ্দিন নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমান আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হাসান আলমডাঙ্গা রেলস্টেশনের কাছে পরিচালিত এক ভ্রাম্যমান আদালতে এ দন্ডাদেশ দেন। আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোনিয়া হাসান জানান, আলমডাঙ্গা রেল স্টেশনের কাছে বিএনপির মেয়রপ্রার্থী মীর মহি উদ্দিনের বিলবোর্ড সরানোর সময় আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপি’র পৌর মেয়র প্রার্থী মীর মহি উদ্দিনের সমর্থক নয়ন (২৫) কে আটক করে। নির্বাচনী আচরণবিধি ৮(১) ধারা মোতাবেক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মেয়রপ্রার্থী মীর মহি উদ্দিনের কর্মী আটক নয়নকে ১০ হাজার টাকা জরিমানা করে আদালত। ওই জরিমানার টাকা বিএনপি’র মেয়র প্রার্থী মীর মহি উদ্দিনের ভাতিজা মীর উজ্জ্বল ১০ হাজার টাকা নগদ পরিশোধ করেন। এসময় নির্বাহী ম্যজিস্ট্রেট সোনিয়া হাসান প্রায় ২০টি বিল বোর্ড জব্দ করে সেগুলো আলমডাঙ্গা থানায় রাখার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *