বিনম্র শ্রদ্ধা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চিতলমারীতে মহান বিজয় দিবস পালিত

17.12.15
মুন্সী দেলোয়ার হোসেন, চিতলমারী : বিনম্র শ্রদ্ধা ভালবাসা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চিতলমারীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি শিক্ষা প্রতিষ্ঠনগুলি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বিজয় দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর ভ্রাতুষ পুত্র শেখ হেলাল উদ্দীন এম পি, হ্যাপী বড়াল এম,পি, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান শামীম, উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা মো: ফরিদ হোসেন, আ’লীগ সভাপতি মো: রোকোন উদ্দিন শেখ, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়সহ যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, চিতলমারী প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বত্র মানুষ চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুস্পস্থবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সর্ব কালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধারর্ঘ অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। সকল সরকারী বে-সরকারী, ব্যাক্তি মালিকানাধিন প্রতিষ্ঠান ও বাস ভবনে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়। সকাল নয়টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলণ করেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান। সকাল ৯টা ১৫মি: হাসিনা বেগম মাধ্যমিক বলিকা বিদ্যালয় ও এ,কে ফয়জুল হক সরকারী প্রথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রশাসনের উদ্যোগে কুচ কাওয়াজ ডিসপ্লে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ছাত্র ছাত্রীদের উন্মুক্ত চলচিত্র প্রদর্শনী, মিলাদ মাহফিল, জাতীর সুখ শান্তি অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন, পুলিশ, আনসার ভিডিপি, রোভার স্কাউটস-গার্লস গাইডসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানের অভিবাধন গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শামীম। এ সময় তার পাশে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফরিদ হোসেন, অফিসার ইনচার্জ মো: রেজাউল করিম। উপজেলা অডিটরিয়মে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা মো: ফরিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন আ’লীগ সভাপতি মো: রোকোন উদ্দিন শেখ, সাবেক সভাপতি মহন আলী বিশ্বাস, ভাইচ চেয়ারম্যান রাশেদ পুকুল, সমাজসেবা অফিসার মো: সাইদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার মো: বেল্লাল হেসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবুর রহমান শেখ প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছেন। এদিন সকাল সাড়ে ৭ টায় দলীয় কার্য্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলণ করেন আ’লীগ সভাপতি মো: রোকন উদ্দিন শেখ, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। আ’লীগ অফিস থেকে এক বর্ণঢ্য বিজয় দিবসের র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এক আলোচনা সভায় মিলিত হয়ে আ’লীগ সভাপতি রোকন উদ্দিন শেখের সভাপত্বি বক্তব্য করেন আ’লীগ সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, আ’লীগ নেতা বাবুল হেসেন খান, শ্রমিকলীগ সভাপতি শেখ আতিয়ার রহমান, ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত, সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *