মোল্লাহাটে মহান বিজয় দিবস উৎযাপিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে উপজেলা প্রশাসনের উদ্যোদে মহান বিজয় দিবস-২০১৫ ইং ব্যাপক উৎসাহ উদ্দিপনায় উদ্যপিত হয়। দিবসটি উদ্যাপনের শুরুতে রাত ১২.০৫ টায় মুক্তিযোদ্ধা অফিস চত্বরের শহীদ মিনারে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে-মোল্লাহাট থানা, আ’লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, ছাত্রলীগ, প্রেস ক্লাব মোল্লাহাট, মহিলা বিষয়ক অধিদপ্তর, কেআর কলেজ, লুৎফর রহমান বিসনেজ ম্যানেজমেন্ট কলেজ ও শহীদ হেমায়েত উদ্দিন বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠন/সংগঠন ও ব্যক্তি। সকাল ৮টায় কে আর কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বাংলাদেশ পুলিশ, ভিডিপি, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয় কুচকাওয়াজ, সালাম গ্রহণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক সহ শারিরীক কসরত প্রদর্শিত হয়। একই স্থানে সকাল ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয় এবং। এছাড়া শিশুদের চিত্রাংকন ও পুরস্কার বিতরন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পরে সন্ধা ৬টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে মহান বিজয় দিবসের অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার-মোঃ শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সকল অনুষ্ঠানে পধান অতিথি ছিলেন-উপজেলা চেয়ারম্যান মোঃ শাহীনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন-আলীগ সভাপতি কালিপদ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান-মোঃ হারুন আল রশিদ ও থানা অফিসার ইনচার্জ আবুসাঈদ মোঃ খায়রুল আনাম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন-অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যক্ষ মাওঃ মোঃ আসগর আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, উপাধ্যক্ষ এল জাকির হোসেন, প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, যুবলীগ আহবায়ক মোঃ সেলিম রেজা, ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী, আলীগ নেতা-স.ম. ফিরোজুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ বাবুল মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ সোহাগ, শিক্ষক মোঃ বদিউজ্জামান, সাংবাদিক মোঃ আমির আলী, মাকসুদ আলম ও সৈয়দ রইসুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধী ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *