ভোলাহাট উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

Photo-Ual-02
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দিনব্যাপি নানা কর্মসুচী গ্রহণের মধ্যদিয়ে পালিত হয়েছে। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনে এবারের ১৬ ডিসেম্বর ২০১৫ মহান বিজয় দিবস পালনে সুর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ও পরে বীর শহীদগণের স্মরণে পুষ্পমাল্য অর্পণ এবং সকল সরকারী-বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় রামেশ্বর মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড, রোভার স্কাউটসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সংস্থা কর্তৃক কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, সকাল সাড়ে ৯টায় শহীদ মুক্তিযোদ্ধা কামাল উদ্দিনের সমাধিস্থলে তাঁর কবর জিয়ারত ও দোয়া করেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল হক ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু, অফিসার ইনচার্জ মহসীন আলী, এসআই আব্দুল মাজিদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এম.এস.আই শরীফসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১০টায় রামেশ্বর মাঠে স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ সকলের জন্য উন্মুক্ত ক্রীড়া প্রতিযোগিতা, একই সময়ে নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ে রচনা, চিত্রাংকণ ও দেয়াল লিখন প্রতিযোগিতা, বেলা ১১টায় বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পবিারবর্গের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষ্যে অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার শীর্ষক আলোচনা সভা, বাদ জোহর বা সুবিধেমত সময়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ-মন্দির ও অন্যান্য উপাশনালয়ে বিশেষ মোনাজাত-প্রার্থনা এবং স্ব-স্ব প্রতিষ্ঠান হাসপাতাল, এতিমখানা, দুঃস্থ কেন্দ্রে ও শিশু সদনে উন্নত মানের খাবার পরিবেশন, সারাদিন ব্যাপি স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, বিকেল ৩টায় রামেশ্বর মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও নেকজান বিদ্যালয়ে ভদ্র মহিলাদের খেলাধুলা, বিকেল ৪টায় রামেশ্বর মাঠে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও সন্ধ্যা ৬টায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *