সাপাহারে হঠাৎ শীতের প্রকোপে বে-কায়দায় মানুষ
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে হঠাৎ করে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অতি দরিদ্ররা স্বাস্থ্য ঝুঁকি সহ ছিন্ন মুল মানুষেরা যুবুথুবু অবস্থায় জীবন যাপন করছে। পৌষ মাস আসতে না আসতেই সাপাহার, পতœীতলা ও পোরশা উপজেলার সর্বত্রই শীত জেঁকে বসেছে।
সীমান্তবর্তী সাপাহার উপজেলা উত্তরে ভারতের হিমালয় পাদদেশে অবস্থিত হওয়ায় এখন থেকেই উপজেলাগুলোর উপর দিয়ে বইতে শুরু করেছে হিমেল হাওয়া। হঠাৎ করে আসা তীব্র শীতে সব বয়সী মানুষরা বেশ বেকায়দায় পড়েছে। বিশেষ করে ছিন্নমুল শ্রমজীবিরা পড়েছে চরম বিপাকে। তিব্র শীতের প্রকোপে কাজ কর্ম করতে না পারায় সংসারের প্রয়োজন মিটাতে তারা এখন হিমশিম খাচ্ছে। বেশ কয়েক দিন ধরে দিনের অধিকাংশ সময় থাকছে কুয়াশার চাদরে ঢাঁকা ছিন্নমুল অসহায় মানুষদের যত্রতত্র শুয়ে বসে ছেড়া কাথা বস্তা গায়ে দিয়ে রস্তার ধারে আগুন তাপাতে দেখা গেছে। হাড় কাঁপা শীতে প্রয়োজনীয় শীতের কাপড় না থাকায় দরিদ্র শ্রেণীর মানুষেরা শর্দি, কাশী, হাঁপানী সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছে। হঠাৎ এ শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় উপজেলার বৃদ্ধ,শিশু ও শ্রমিকরা পড়েছে বিপাকে তারা সহজে ঘর হতে বের হতে পারছেনা, কোন কোন দিন সূর্যের দেখাও মিলছেনা, বর্তমানে এই উপজেলাগুলোতে শীত জেঁকে বসেছে। তিব্র এ শীতের হাত থেকে ছিন্নমূল মানুষদের রক্ষা করতে দেশের সরকারী, বে-সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও বিত্তবানদের এগিয়ে আসার জন্য এলাকার অভিজ্ঞমহল ও অসহায় শীতার্থ মানুষ আকুল আবেদন জানিয়েছেন