লোহাগড়ায় হিন্দু ও মুসলমান সংঘর্ষ
কাজী আশরাফ, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কামারগ্রামে হিন্দু ও মুসলমান সংঘর্ষে ২জন গুরুতর আহত হয়েছে। আহতদের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার বোর ধানের পাত দেওয়াকে কেন্দ্র করে দুপুর বেলা একই গ্রামের নরেন্দ্রনাথ সরকারের ছেলে নগেন সরকার (৫০) এবং নইমুদ্দিন মোল্যার ছেলে ফুলমিয়ার (৫৫) সাথে কথাকাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে নগেন সরকারের নেতৃত্তে সুধির সরকার, শিশির সরকার, সুধাংশু সরকার, বাবুল সরকারসহ ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ফুলমিয়ার বাড়িতে এসে ফুলমিয়া ও তাঁর স্ত্রী রুবিয়া বেগমকে বেধড়ক মারপিট করে বীরদর্পে চলে যায়। পরে ফুলমিয়া ও তাঁর স্ত্রীকে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। আহতদের অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজন বেশি হওয়ায় তাঁরা প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুছলমানদের উপর নির্যাতন করে আসছে।
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।