লোহাগড়ায় অগ্নিকান্ডে গবাদিপশুসহ ২ লক্ষাধিক টাকার ক্ষতি
কাজী আশরাফ, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় অগ্নিকান্ডে গবাদিপশুসহ ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ৩টি গরু ঝলসে যায় এবং ২টি ছাগল, ৩৬টি কবুতর, একটি ভ্যানসহ গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। জানা গেছে, উপজেলার মৌলভিধানাইড় গ্রামে মো. গোঞ্জের ভূইয়ার ছেলে মো. ফরিদ ভূইয়ার একটি গোয়ালঘরে বৃহস্পতিবার রাত্র ১০টার দিকে দূর্বৃত্তের দেওয়া আগুনে এই অগ্নিকান্ড ঘটেছে।
এ বিষয়ে ফরিদ ভূইয়ার সাথে কথা বললে তিনি জানান, তাঁর আপন ভাই মো. তারিক ভূইয়া(৪৫) ও ইকবাল ভূইয়া (৩৫) এর সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে তারিখ ও ইকবাল এর সহযোগিতায় একদল দুর্বৃত্ত এ ঘটনায় ঘটায়। তিনি আরও জানান, অগ্নিকান্ডে ৩টি গরু যার মধ্যে দুইটি গাভির পেটে বাচ্চা আছে সে গুলো পুড়ে ঝলসে যায় এবং ২টি ছাগল ও ৩৬টি কবুতর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে তাঁর। লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।