চুয়াডাঙ্গার দর্শনা ও জীবননগর পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন আওয়ামীলীগের দু’বিদ্রোহী প্রার্থী

হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনা ও জীবননগর পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন আওয়ামীলীগের দু’বিদ্রোহী প্রার্থী। এরা হলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের সহোদর দর্শনা পৌরসভার মেয়র পদে আওয়ামীলগের বিদ্রোহী প্রার্থী আলী মুনসুর বাবু এবং জীবননগর পৌরসভার মেয়র পদের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়া হয়। আলী মুনসুর বাবু ও রফিকুল ইসলাম জানান, তারা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় জনপ্রিয়। পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করা হয়েছিলো। কিন্তু দল প্রার্থীতা দেয়নি। সুতারাং জননেত্রী শেখ হাসিনার প্রতি সম্পুর্ন শ্রদ্ধা ও দলের প্রতি আনুগত্যশীল থেকে আমরা আমাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলাম। চুয়াডাঙ্গার ৪টি পৌরসভার মেয়র পদে দর্শনায় ১ জন ও জীবননগরে ২ জন করে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। এর মধ্যে জীবননগরে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম এখন পর্যন্ত বিদ্রোহী প্রার্থী রয়েছেন বলে তিনি জানিয়েছেন। এবারের নির্বাচনে মেয়র পদে চুয়াডাঙ্গা পৌরসভায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হলেন বর্তমান মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। যিনি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও হুইপ এবং চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের আপন ছোট ভাই, আলমডাঙ্গা পৌরসভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র হাসান কাদির গণু, দর্শনা পৌরসভায় সাবেক মেয়র পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান এবং জীবননগর পৌরসভায় পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুন্সী নাসির উদ্দিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *