লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি: জ্বলছে ভাটা পুড়ছে কাঠ, এ যেন পরিবেশ ধংসের এক মহোৎসবে মেতে উঠেছে ইটভাটা মালিকগণ। প্রশাসনের নাকের ডগায় ইটভাটা গুলোতে প্রতিদিন আম, জামরুল, কাঁঠাল, খেজুর, নারকেলসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ পোড়ানো হলেও অদৃশ্য ইশারায় প্রশাসন নির্বিকার। সরেজমিনে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার প্রতিটি ইটভাটা ঘুরে দেখা গেছে যে, বেশিরভাগ ভাটাতেই কয়লার পরিবর্তে প্রতিদিন পোড়ানো হচ্ছে হাজার হাজার মণ কাঠ। যা সম্পূর্ণ আইন বিরোধী। এর ফলে দূর্যোগ প্রবণ উপজেলা লোহাগড়ায় পরিবেশগত বিপর্যায়ের আশংকা দেখা দিয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। একাধিক ভাটার পোড়াই মিস্ত্রি জানান, প্রতিদিন ইট পোড়ানোর জন্য ভাটার প্রতি ড্যাম্পে প্রায় ৮০মণ কাঠ মারতে হয়। এ হিসাবে উপজেলায় প্রতিদিন আনুমানিক ১০ হাজার মণ গাছ কেটে বনভূমি উজাড় হচ্ছে।
জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ১৮টি ইট ভাটা চালু আছে। যার মধ্যে ১০টি ভাটাতে রয়েছে ব্যারেল চিপনি। যা সম্পুর্ন অবৈধ। জানা গেছে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫(সংশোধিত ২০১০) এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭-এর ৭ ধারা অনুযায়ী কাঠ দিয়ে ইট পোড়ানো যাবে না। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রথমবার সর্বোচ্চ ৫০হাজার টাকা জরিমানা করা যাবে। দ্বিতীয়বার একই অপরাধ করলে ১লাখ থেকে ১০লাখ টাকা টাকা পর্যন্ত জরিমানা ও সাজার বিধান রাখা হয়েছে। তৃতীয়বার করলে নিবন্ধন বাতিল ও ভাটা বাজেয়াপ্ত করারও বিধান রাখা হয়েছে। কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর বিষয়ে জানতে চাইলে মধুমতি ইট ভাটার মালিক মুন্সী আলাউদ্দিন জানান, যে সব কাঠ দেখছেন তা আমার শ্রমিকদের রান্নার কাঠ। ব্যারেল চিপনি ব্যবহার করে ভাটায় কাঠ পোড়াচ্ছেন কেন, এ প্রশ্নের জবাবে লাহুড়িয়া এম.জে.বি ভাটার মালিক ইদ্রিস জোমাদ্দার বলেন, ডিসি স্যারকে বলে স্যারে অনুমোতি নিয়ে আমরা ব্যারেল চিপনি দিয়ে কাঠ পোড়াচ্ছি। কাঞ্চনপুর এলাকার এস,এস,বি ভাটার মালিক হিরাঙ্গীর আলীর সাথে কথা বললে তিনি বলেন, এ বছর আমরা ডিসি অফিসে ১শ ৫০টাকার ষ্ট্যাম্পে অঙ্গীকার করে টিনের চিপনি ব্যবহার করে কাঠ দিয়ে ইট পোড়াচ্ছি। তবে আগামীতে আর পোড়াবো না।এ বিষয়ে নড়াইল জেলা প্রশাসক মো. হেলাল মাহামুদ শরিফ জানান, কাঠ দিয়ে ইট পোড়ানো সম্পুর্ণ নিষেধ, আমরা কোন ভাটার মালিকদের এমন অনুমোতি দেইনাই। তবে পর্যায়ক্রমে এসব ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবস্থা নিব। এ ব্যপারে এলাকাবাসীর দাবি, সরকার অতিদ্রুত ইটভাটাগুলি পরিদর্শন পূর্বক প্রশাসনিক ব্যবস্থা নিয়ে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনবে।
- বদলগাছীতে মাদকে সমাজ বিষিয়ে উঠলেও মাদক সম্রাট ধরাছোঁয়ার বাহিরে
- সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত