সান্তাহার পৌরসভা নির্বাচনে প্রতীক ছাড়াই শুরু প্রার্থীদের প্রচার প্রচারনা শুরু

আদমদীঘি প্রতিনিধি : মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নিজেদের নির্বাচনী এলাকায় প্রচার প্রচারনা শুরু করেছেন। প্রতীক বরাদ্দ না হলেও অনেক প্রার্থী তাঁেদর নিজস্ব এলাকায় গন-সংযোগের কাজ শুরু করেছেন। বিয়ে, আকিকাসহ বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানগুলোতে দেখা মিলছে প্রার্থীদের। এ ছাড়া কোন মানুষ মারা গেলে সকলের আগে সেই বাড়িতে উপস্থিত হচ্ছেন প্রার্থীরা। প্রার্থীদের আগমনে এলাকার চায়ের দোকানগুলোর ব্যস্ততা বাড়তে শুরু করেছে। সান্তাহার পৌর শহরের মালশন গ্রামে আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জার্জিস আলম রতনের সাথে দেখা। তিনি জানান, প্রতীক না পাওয়ায় এখনও আনুষ্ঠানিক ভাবে প্রচার প্রচারনা শুরু করিনি, তবে যেহেতু নির্বাচনে দাঁড়িয়েছি সে কারনে যাঁরা ভোটার তাদের সাথে দেখা সাক্ষাত করছি। শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খোকন বলেন, এখনও প্রতীক পায়নি কিন্তু ভোট করছি সেটি জানান দেওয়ার জন্য প্রতীক পাওয়ার আগেই এলাকার মানুষের কাছে যাচ্ছি এবং তাঁদের দোওয়া চাচ্ছি। সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী রিতা তালুকদার দাবী করেন, নির্বাচনী তফসিল ঘোষনার আগে থেকেই তিনি এলাকার মানুষের কাছে যাচ্ছেন। তিনি বলেন, ভোটের বেশি সময় নেই তাই প্রতীক পাওয়ার আগেই মানুষের কাছে ছুটছি। বৃহস্পতিবার সকালে বাজার এলাকায় কথা হয় বিএনপির মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টুর সাথে। তিনি বলেন, ভোটারদের কাছে দেখা করে দোওয়া চাইছি ও পৌরবাসীর ২য় বারের মত সেবা করতে চাইছি। সান্তাহার পৌর এলাকার রথবাড়ী মহল্লার বাসিন্দা মোজাম্মেল হক মোজাম বলেন, এবারের ভোট যেহেতু দলীয় ভাবে অনুষ্ঠিত হচ্ছে তাই মেয়র প্রার্থীদের প্রতীক কি তা আগে থেকেই জানা। এ কারনে তাঁরা প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারনায় নেমে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *