চুয়াডাঙ্গার দর্শনা চেকপোষ্টে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোষ্টে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তের শুন্য রেখায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক এস.এম.মনিরুজ্জামান বুধবার বেলা দেড়টায় এক সংবাদ বিজ্ঞপ্তীর মাধ্যমে জানান, দামুড়হুদা উপজেলার দর্শনা বিওপি এলাকার প্রধান খুঁটি ৭৬ নিকট শুন্য রেখা বরাবর দর্শনা চেকপোস্টে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবি দর্শনা বিওপি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১১৩-বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানী কমান্ডার এসি সনজীব। পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুস¤পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী ও ভারতীয় নাগরিক যাতে সীমান্ত পারাপার না করতে পারে সে ব্যাপারে আলোচনা হয়।# #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *