আজ গোপালপুর হানাদার মুক্ত দিবস

এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) থেকে : আজ ১০ ডিসেম্বর বৃহস্পতিবার টাঙ্গাইলের গোপালপুর হানাদার মুক্ত দিবস। একাত্তর সালের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানিী হানাদার বাহিনী টাঙ্গাইলের গোপালপুর উপজেলা দখল করে নেয়। শুরু হয় গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাট। সব চেয়ে বড় গণহত্যা অনুষ্ঠিত হয় উপজেলার হাদিরা ইউনিয়নের মাহমুদপুর গ্রামে। পাকিস্তানী হানাদার বাহিনীর মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ুন বেঙ্গল বাহিনীর বাধা পেয়ে পৈশাচিকতায় উল্লাসিত হয়ে ওই নারকিয় ঘটনা ঘটায়। তারা এক সঙ্গে ১৯জনকে হত্যা করে। আগস্ট মাসে আঙ্গুর, হাবিব ও আরজু কোম্পানির মুক্তিযোদ্ধারা ভারত থেকে প্রশিক্ষণ শেষে হুমায়ুন বেঙ্গলের সঙ্গে যোগ দিলে মুক্তিযোদ্ধারা হানাদারদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে। ১০ ডিসেম্বর বিকাল ৩টায় ভারতীয় তিনটি মিগ-২১ গোপালপুর থানার হানাদার ক্যাম্পের উপর ট্রাম্পিং শুরু করে। একই সাথে মুক্তিযোদ্ধাদের আক্রমন শুরু হয়। উপায় না দেখে রাতের আধাঁরে হানাদার বাহিনী পালিয়ে যায়। রাতেই মুক্তিযোদ্ধারা জয় বাংলা শ্লোগানে থানা দখল করে নেয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আব্দুস সোবহান তুলা জানান, দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *