গোপালপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) থেকে : ‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০১৫ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)’র উদ্যোগে ৯ ডিসেম্বর বুধবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুপ্রক গোপালপুর শাখার উদ্যোগে দুপুর ১টায় সূতী ভি এম মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ হতে বিভিন্ন ধরনের রঙ বেরঙের শ্লোগান লেখা ব্যানার ও প্লে-কার্ড সজ্জিত বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানাব্রীজ চতত্ত্বরে দূর্নীতিবাজ-ঘুষ খোর এর কুশপুত্তলিকাদাহ করে।
পরে আলোচনা সভায় সংগঠনের সভাপতি মো. আবদুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের সহকারি পরিচালক মো. আমির হোসেন। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের কোর্ট পরিদর্শক মো. আবদুল মোত্তালেব, সদস্য সচিব আলহাজ্ব মো. শামছুল হক, সুজন-গোপালপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক অমূল্য চন্দ্র, সদস্য অধ্যাপক হাবিবুর রহমান, সাবেক সম্পাদক সাংবাদিক এ কিউ রাসেল, সাংবাদিক সাইফুল ইসলাম, কে এম মিঠু, শামীমা ইয়াসমিন ঝর্ণা, গুলসান আরা নিপা, হোসনে আরা কামনা প্রমুখ। পরে উপস্থিত সকলকে স্ব-স্ব অবস্থান থেকে দুর্নীতি না করার শপথ বাক্য পাঠ করানো হয়। এতে মুক্তিযোদ্ধা, সরকারী বে-সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, এনজিও প্রতিনিধিরা এতে অংশ গ্রহন করে।
###