লোহাগড়ায় প্রাথমিক বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস ॥ অভিভাবক মহলে চরম ক্ষোভ
কাজী আশরাফ, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। নতুন প্রশ্ন পত্র তৈরি করে পৌর এলাকার দুটি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। ফাঁস হওয়া প্রশ্নে পত্রে উপজেলার ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই প্রশ্নেপত্রে পরীক্ষা নেওয়ায় উপজেলার শিক্ষার্থী ও অভিভাবক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলার ১৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার (৭ ডিসেম্বর) থেকে প্রথম থেকে চতুর্থ শ্রেনির বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ফিরোজ শেখ জানান, আমাদের স্কুলের এসএমসির সদস্য ও লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় দাসকে এক অভিভাবক চতুর্থ শ্রেনির ইংরেজি বিষয়ের একটি প্রশ্নের ফটোকপি দেন। এ ব্যাপারে মৃত্যুঞ্জয় দাসকে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, প্রশ্নটি পেয়ে আমি সোমবার সকালে উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রদান করি। উপজেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান সকালে বলেন, প্রশ্নের ফটোকপি পেয়েছি। বিষয়টি উপজেলা সহকারী শিক্ষা অফিসারদের মাধ্যেমে নিশ্চিত হয়ে সিদ্ধান্ত নেব। বিকালে একই বিষয়ে আবার জানতে চাইলে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সঠিক হওয়ায় আমরা নতুন প্রশ্নপত্র তৈরি করে পৌর এলাকার লোহাগড়া মডেল ও আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নিয়েছি।