বদলগাছীতে প্রকল্প দূর্নীতে তদন্তকালে অভিযোগকারীকে লাঞ্চিত করাসহ প্রাণ নাশের হুমকি; থানায় জিডি

বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার ৫নং কোলা ইউনিয়নের কোলা এবং ভান্ডারপুর হাটে প্রকল্প দূর্নীতির অভিযোগ ৭ ডিসেম্বর তদন্তকালে ইউএনওর উপস্থিতিতে অভিযোগকারী মো. আতাউর রহমান -কে চেয়ারম্যান মো. গোলাম রব্বানী মুকুল ও তার লোকজন লাঞ্চিত করার পাশাপাশি হাত-পা ভেঙ্গে ফেলাসহ প্রাণনাশের হুমকি প্রর্দশন করায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি সুত্রে ও সরেজমিনে জানা যায়, ২০১৩-১৪(বাংলা ১৪২১) এবং ২০১৪-১৫ (বাংলা ১৪২২) অর্থ বছর কোলা ও ভান্ডারপুর হাটে গৃহিত প্রকল্প সমূহ স্থানীয় সরকার বিভাগের ২১ সেপ্টেম্বর ২০১১ জারিকৃত হাট-বাজার ইজারা নীতিমালা এবং পিপিআর ২০০৮ এর বিধান অনুসরণ না করে প্রকল্পের অর্থ আত্বস্বাত করা হয়। এছাড়াও ২০১৩-১৪ ও ২০১৪-১৫ অর্থবছর এডিপি ও এলজিএসপি-২ এর অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন স্থানে গৃহিত প্রকল্পের নামফলক স্থাপন না করে ও প্রকল্পের কাজ না করে অর্থ আত্বস্বাতের জন্য চেয়ারম্যান গোলাম রব্বানী মুকুল এর বিরুদ্ধে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী বরাবর ০২-০৯-১৫ ও ১৪-১০-১৫ ইং তারিখে মো. আতাউর রহমান ও বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী দুটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ৭-১২-১৫ ইং তারিখ বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো. হুসাইন শওকত কোলাহাটে প্রকল্প তদন্তকালে অভিযোগকারী আতাউর রহমান সহ উপস্থিত জনগন প্রকল্পসমূহের কাজ বিধি মোতাবেক না করে অর্থ আত্বস¦াত করেছে মর্মে ইউএনও -কে অবহিত করেন। নির্বাহী অফিসার এডিপি ও এলজিএসপি-২ এর অর্থায়নে গৃহিত প্রকল্প সমূহ তদন্ত না করে ভান্ডারপুর হাটে এসে প্রকল্প তদন্ত শুরু করেন। এসময় অভিযোগকারি আতাউর রহমান নির্বাহী অফিসারকে জানান ড্রেন নির্মানকাজ চেয়ারম্যান করেন নাই। এতে চেয়ারম্যান গোলাম রব্বানী মুকুল ক্ষীপ্ত হয়ে আতাউর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ মারমুখি হয়ে ওঠে। এছাড়াও তার লোক অলী ও সাগর আতাউর রহমানকে টানা হেঁচড়া করে এবং চেয়ারম্যান গোলাম রব্বানী মুকুল, অলী, সাগর ও আজম আতাউর রহমানের হাত-পা ভেঙ্গে ফেলাসহ প্রাণনাশের হুমকি প্রদান করে। চেয়ারম্যান গোলাম রব্বানী মুকুল থানা বিএনপির এক নম্বর সহ-সভাপতি ও নাশকতা মামলার (দ্রুত বিচার আইনে) আসামী। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে। অভিযোগকারী আতাউর রহমান তাঁর জীবন নাশের আশঙ্কা জনিত কারণে ০৭-১২-১৫ ইং তারিখে চেয়ারম্যান গোলাম রব্বানী মুকুল, অলী, সাগর ও আজম এর বিরুদ্ধে বদলগাছী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *