প্রতিপক্ষের হামলায় দশমিনায় স্কুল ছাত্রের মৃত্যু ॥ গ্রেফতার – ২

দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় সোমবার প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত এক স্কুল ছাত্রের মৃত্যু। এ ঘটনায় থানা পুলিশ ২জনকে গ্রেফতার করেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার এস,এ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনির ছাত্র আরাফাত সানী কালু সাথে সোমবার একই বিদ্যালয়ের ৯ম শ্রেনির ছাত্র মেহেদী হাসানের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিক্ষা শুরু হওয়ার আগে বাকবিতর্ক হয়। পরীক্ষা শেষে আরাফাত ও তার অপর ২সহপাঠিদের নিয়ে বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টার খেলার সময় প্রতিপক্ষ মেহেদী তার ২০/২৫জন শ্রেনি বন্ধুদের নিয়ে হামলার চেষ্টা করে। আরাফাত ভয়ে তাদের বাসায় গিয়ে আশ্রয় নেয়। মেহেদীরা আরাফাতের বাসার সামনে ও পিছনে অবস্থান নেয়। নিহতের বড় বোন পারুল বেগম জানায়, পরিস্থিতি বেগতি দেখে আমার ভাই কালু চাচা ইউনুচ ডিলারের বাসায় আশ্রয় নেওয়ার জন্য বাসার পিছনের দরজা দিয়ে নামলে মেহেদীদের হামলায় গুরুত্বর আহত হয়। গুরুত্বর আহত কালুকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের পরে শেবাচিমে নেয়। ওই দিন দিবাগত রাতে আহত আরাফাত সানী কালুর মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের চাচা আঃ হক মুন্সি বাদী হয়ে মেহেদী হাসানসহ ১৪জনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার দশমিনা থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশ এজাহারনামীয় আসামী আমিনুল ও জাফরকে গ্রেফতার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *