পাবনার ফরিদপুরে ভ্রাম্যমান আদালতে ২চাউল ব্যবসায়ীর জরিমানা ॥ প্রতিবাদে বণিক সমিতি
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর বাজারে ভ্রাম্যমান আদালত বসিয়ে পাটের নির্মিত বস্তা ব্যবহারের পরিবর্তে প্লাষ্টিক বস্তা ব্যবহার করার অপরাধে ২জন চাউল ব্যবসায়ীকে ২০হাজার টাকা জরিমানা করেছে। সংশ্লিষ্ঠ অফিস সূত্রে জানাগেছে, গত রবিবার সন্ধ্যার দিকে ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান বনওয়ারীনগর বাজারের চাউল পট্টিতে ভ্রাম্যমান আদালত বসিয়ে পাটজাত মোরক বাধ্যতামূলক ব্যবহার আইনে ২০১০সালের ১৪ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে বনওয়ারীনগরের চাউল ব্যবসায়ী নারাণচন্দ্র কুন্ডের পুত্র মিলনকে ১৫হাজার টাকা ও মৃতঃ রফাতুল্লার পুত্র আক্কাস আলীকে ৫হাজার টাকা জরিমানা করেন। এ সময়ে নির্বাহী কর্মকর্তার সঙ্গে একদল পুলিশসহ ফরিদপুর থানার এসআই আবুল হোসেন সরকার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ ঘটনায় বনওয়ারীনগর বাজারের বণিক সমিতি ও ব্যবসায়ী মহল পরদিন মিছিল, মিটিং, মানব বন্ধন ও অর্ধবেলা সকল দোকান বন্ধ রাখে।