ফেনসিডিলসহ ১জন আটক আত্রাই(নওগাঁ)সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে ৫ বোতল ফেনসিডিলসহ এক বিক্রেতাকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। আত্রাই থানা পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার রাত্রি আনুমানি সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার ওসি (তদন্ত)শামছুল আলম সর্ঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার খোলাপাড়ার গোলাম হোসেনের ভাঙ্গারীর দোকানের সামনে থেকে আসাদুজ্জামান (৪০)কে(জামান) ৫বোতল ফেনসিডিলিসহ আটক করে।আসাদুজ্জামান উপজেলার আমরুল জাতাপাড়ার নজর উদ্দিনের ছেলে।এব্যাপারে আত্রাই থানার ওসি(তদন্ত)শামছুল আলম বলেন, আসাদুজ্জামান দীঘদিন থেকে এলাকায় ফেনসিডিল বিক্রি করে আসছিল।তার বিরুদ্ধে ১৯৭৪(বি)সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।গতকাল সোমবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়। বাংলাদেশ এর সহযোগীতায়। ব্রী ধান ৬২ একশত জন কৃষককে ১০০শত ব্যাগ ধানের বীজ বিনামূলে বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোঃ আখেরুর রহমান। আর ডি আর এস বাংলাদেশ কৃষি কর্মকর্তা সৈয়দা নাজমা পারভীন, আওয়ামীলীগ নেতা রমেশ চন্দ্র শীল। গৌরী মেধা ও মিন্টু কুমার শীল প্রমুখ।
- আজ লোহাগড়া পাক হানাদার মুক্ত দিবস (৮ ডিসেম্বর)
- রেলওয়ে জি.আর.পি.থানা পুলিশের অবিযানে ২কেজি গাঁজাসহ আটক ১