সাপাহারে বিদেশী পিস্তল সহ স্বামী স্ত্রী আটক

Photo Sapahar,03,12,15
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে বিদেশী পিস্তল ৪রাউন্ড তাজা গুলি ও ২টি ম্যাগজিন সহ একরামুল (৬০) মিনারা খাতুন (৪৮) নামের এক মহিলা সহ দু’জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার সময় উপজেলার নিশ্চিন্তপুর মোড় থেকে পুলিশ তাদের আটক করে। আটক মিনারা খাতুন একরামুলের স্ত্রী বলে জানা গেছে, তারা স্বামী স্ত্রী মিলে পিস্তলটি নিয়ে সাপাহার হতে গোমস্তাপুর উপজেলার আড্ডা মোড়ে যাচ্ছিল বলে তারা জানান।
পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার দিন ওই বৃদ্ধ একরামুল ও তার স্ত্রী মিনারা দু’জনে মিলে রোগীর ছদ্ম বেশে উপজেলার সীমান্তবর্তী সোনাডাঙ্গা গ্রামের নিজ বাড়ী হতে পিস্তলটি নিয়ে ব্যাটারী চালিত অটো ভ্যানে চড়ে নিশ্চিন্তপুর মোড়ে গিয়ে বাসের জন্য অপেক্ষা করছিল। এসময় গোপনে সংবাদ পেয়ে থানার ওসি রেজাউল ইসলামের নির্দেশে এএসআই এমদাদ হোসেন সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে গিয়ে বাসে উঠার পূর্বেই তাদের বহনকারী ভ্যানটিকে আটক করে ভ্যান যাত্রী একরামুল ও তার স্ত্রী মিনারা খাতুনের দেহ তল্লাশী শুরু করে। এসময় একরামুল রোগীর ভান করে ভ্যানে বসে থাকলেও তার স্ত্রী মিনারা খাতুনের কোমরের পিছনে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশী (ইউএসএ) পিস্তল ৪রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করে। এব্যাপারে সাপাহার থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের পর পুলিশ তাদের নওগাঁ কোর্টে প্রেরণ করে। অস্ত্র ব্যাবসায়ী একরামুল উপজেলার সোনাডাঙ্গা গ্রামের মৃত মোসলেম উদ্দীন এর পুত্র সে দীর্ঘ দিন ধরে অস্ত্র ব্যাবসার সাথে জড়িত বলে এলাকাবাসী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *