যুবলীগের ৪৩ তম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন উপলক্ষে সান্তাহারে নব গঠিত যুবলীগের কমিটির অভিষেক, যোগদান, মনোঞ্জ সাংস্কৃতিক ও আলোচনা সভা
আদমদীঘি প্রতিনিধি : সোমবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রেলগেট স্বাধীনতা মঞ্চ চত্বরে আদমদীঘি উপজেলা যুবলীগের উদ্যোগে যুবলীগের ৪৩ তম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, বিশাল যোগদান, নব গঠিত কমিটির অভিষেক ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আদমদীঘি উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, বিশাল যোগদান, নত গঠিত কমিটির অভিষেক ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাগর কুমার রায়, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, যুগ্ন সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সাংগঠনিক সম্পাদক জার্জিস আলম রতন, সাংগঠনিক সম্পাদক নিসরুল হামিদ ফুতু, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারন সম্পাদক এস এম জাহিদুল বারী, আওয়ামীলীগ নেতা আসলাম সিকদার, আদমদীঘি উপজেলা শ্রমিক লীগের আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুল ইসলাম রাজা, আদমদীঘি উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জিল্লুর রহমান, সান্তাহার পৌর যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা সুটু, যুবলীগ নেতা কাঞ্চন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমিনুল ইসলাম সুমন প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন রাজনৈতিক দল থেকে সোহেল রানা, রফিকুল ইসরাম রনি, দোলা, সান্তাহার রেলগেট ফল ব্যবসায়ী জিল্লুর রহমানের নেত্বতে প্রায় তিন শতাধিক নেতা-কর্মী অনুষ্ঠানের প্রধান অতিথির আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুর হাতে ফুলের নৌকার তোড়া দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের যোগদান করেন। যোগদান শেষে একটি মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।