বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মৈত্রী মোটর র‌্যালি বেনাপোল চেকপোস্ট দিয়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা —–

Car raly picture----------5
বেনাপোল প্রতিনিধি : রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে ফ্লাগ অফ হয়ে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মৈত্রী মোটর র‌্যালি আজ মংগলবার রাত সাড়ে দশটায় বেনাপোল চেকপোস্ট দিয়ে কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। মোটর র‌্যালীর ৭৩ সদস্য’র প্রতিনিধি দলটি কে চেকপোস্ট এলাকায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেনাপোল কাস্টমস এর যুগ্ন কমিশনার মোস্তাফিজুর রহমান, শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম,ও পোর্ট থানার ওসি অপূর্ব হাসান। ভারতে প্রবেশের পর সেখানে প্রতিনিধি দলটিকে ফুল দিয়ে বরন করেন, বিএসএফ’র ডেপুটি কমান্ডার ভিরেন্দ্র মিত্র,ও কাস্টমস এর পরিচালক অন্তনু চক্রবর্তী।
গত ০৪ নভেম্বর ভারতের ওড়িশা প্রদেশে থেকে র‌্যালির যাত্রা শুরু হয়।ফেনী জেলার বেলোনিয়া সীমান্ত দিয়ে দিয়ে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে গত ২৯ নভেম্বর বিকেলে র‌্যালিটি ঢাকায় পৌঁছে। প্রায় চার হাজার ২শ ২৩ কিলোমিটার পথ পরিভ্রমণ শেষে কলকাতায় পৌঁছাবে র‌্যালিটি। চার দেশের সরকারের সহযোগিতায় র‌্যালির মূল আয়োজক ভারতের কলিঙ্গ মোটরস। ২০ টি গাড়ীর এই র‌্যালীতে ভারত ছাড়া বাংলাদেশ, ভুটান ও নেপালের ১৪ জন প্রতিনিধি রয়েছেন। প্রতিনিধি দলে রয়েছেন সবচেয়ে প্রবীণ সদস্য ভারতের ওড়িশার এমএলএ ও কলিঙ্গ মটরস’র কর্ণধার প্রবীণ চন্দ্র ভাঁজ দেও। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব নিরোধ চন্দ্র মলের নেতৃত্বে ছয় সদস্যের দলে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সেকেন্ড সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের উপ-পরিচালক মাকসুদুর রহমান, বাংলাদেশ ফ্রেড ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের পরিচালক (পোস্ট অ্যান্ড কাস্টমস) সাইদ মো. বখতিয়ার, শ্যামলী পরিবহনের ম্যানেজার নয়ন কুমার রায়। কলকাতায় ০২ ডিসেম্বর সেমিনারে অংশ গ্রহন করবেন র‌্যালী নিয়ে আসা প্রতিনিধি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *